1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সবাই দেখছে নুসরাত ফারিয়ার পটাকা, তবে...

৮ মে ২০১৮

আবোল তাবোলের ভীষ্মলোচন শর্মা যদি তাঁর গান ইউটিউবে দিতেন, তাহলে কী হতো?

https://p.dw.com/p/2xKvy
Screenshot Youtube Musikvideo Pataka
ছবি: Youtube/CMV

গান থামানোর রিকোয়েস্ট না, বরং ডিসলাইক আসত বেশি৷

বসন্তে প্রেমের গান হিট হলো না৷ হাজারও চেষ্টা চরিত্র করে বা সাজগোজ, শরীরী ভঙ্গিমা আর সুরের মাধুকরী দিয়েও হিট হলো না ‘পটাকা'৷


এই প্রেমের পুরনো খেলা আর জমে না...

প্রেম জমুক না জমুক, গানটা জমলো না কেন? কোরিওগ্রাফার বাবা যাদব আর অভিনেত্রী নুসরাত ফারিয়ার যুগলবন্দিও গানটাকে উতরোতে পারলো না৷ ২১ লাখেরও বেশিবার দেখা হয়েছে৷ ফলে ভিডিওটি ভাইরাল৷ তবে প্রায় আড়াই লাখ মানুষের মধ্যে মাত্র ২৩ হাজার মানুষ এই গান পছন্দ করেছেন, বাকীরা গানটাকে লবডঙ্কা দেখিয়েছেন৷

অপছন্দের নিরিখে ভাইরাল ভিডিও ‘পটাকা' কার্যত জয়ের পতাকা উত্তোলন করতে পারেনি৷ সেটা কি তবে নিছক সুরের দাপাদাপি আর উচ্ছ্বাস হয়েছে মাত্র?  সুরকার প্রীতম হাসান কী ভাবছেন? পটাকা ছিল, কিন্তু উপযুক্ত বারুদ ছিল না হয়ত! পাবলিকের ঈদ বা দেওয়ালিতে এতে কখনও মন ভরে?

পিএস/এসিবি (ইউটিউব)