সবুজ পৃথিবী আরও সবুজ | পাঠক ভাবনা | DW | 22.04.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

সবুজ পৃথিবী আরও সবুজ

আজ ২২ এপ্রিল, ২০১০, সমগ্র বিশ্ববাসী এই দিনে উদযাপন করছে ৪০ তম Earth Day. আমরা যেন ভুলে না যাই যে আমাদের পৃথিবী আমাদের ...

সকলের সম্পদ৷ আমাদের অঙ্গীকার হোক সবুজ পৃথিবীকে আরও সবুজ ও বাসযোগ্য করে গড়ে তোলার যেন নিজেরাও বাঁচতে পারি এবং অপরকেও বাঁচিয়ে রাখতে পারি৷ গতরাতের অনুষ্ঠানে সুরের ভুবন শীর্ষক পর্বটি ছিলএকেবারে অজানা এবং না শোনা একটি হৃদয়গ্রাহী পরিবেশনা৷

এই অনুষ্ঠানটি না শুনলে হয়তো কোনো দিনই জানা হতো না দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে জার্মানির ভালবাসার গান লিলি মার্লেনের কথা৷

একই অনুষ্ঠানে জার্মানি-ইউরোপ ফিচার পর্বে পরিবেশ সংরক্ষণের বিষয়ে জার্মানদের সচেতনতা নিয়ে পরিবেশনাটিও বেশ ভালো লাগলো৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি, ভারত

কলকাতায় টেস্ট অফ ব্রিটেন কারি ফোস্টিভাল, পাকিস্তানের সংগীত জগতের হাওয়া, মোনালিসায় পার্বত্য চট্টগ্রামে চাকমাদের পাহাড়ী নারীদের সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং সোনালি চাকমার সাক্ষাৎকার শুনলাম৷ সোনালি চাকমার অভিযোগগুলো যদি সত্যি হয় তবে প্রশাসনের উচিত এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া৷ হেল্থলাইনে মাল্টি ভিটামিন সম্পর্কে শুনলাম এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলাম৷স্বাস্থ্য সচেতনতায় তথ্যগুলো যথেষ্ট কাজে লাগবে৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে৷

দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, শহিদুল কায়সার লিমন, আনোয়ারা বেগম, তাছলিমা বেগম, শাহাদাত হোসেন, মুছলিমা বেগম, আব্দুর রাজ্জাক, জোবেদা রিনা, উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, শাওন খান, আসিফুল ইসলাম রাতুল, সাউথ এশিয়া রেডিও ক্লাব, বাড়ী- ৩৩৬, সেকশন- , রোড- , মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ