1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সব দোষ মারাদোনার, বললেন ভেরন

১৪ আগস্ট ২০১০

বিশ্বকাপে আর্জেন্টিনার শোচনীয় হালের নেপথ্যের কারিগর সেই মারাদোনা৷ দীর্ঘদিন চুপ করে থাকার পর বোমা ফাটানো সাক্ষাত্কারে একথাই বললেন দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় ভেরন৷

https://p.dw.com/p/OnUm
বিশ্বকাপ দলে ছিলেন ভেরন(১৮ নম্বর জার্সি), কিন্তু মাঠে নেমেছেন কমই৷ছবি: AP

হুয়ান সেবাস্টিয়ান ভেরন৷ সেই ১৯৯৬ সাল থেকে তিনি আর্জেন্টিনার জাতীয় দলের খেলোয়াড়৷ এবারের বিশ্বকাপেও দলে ছিলেন৷ কিন্তু মাঠে সেভাবে তাঁকে নামান নি কোচ মারাদোনা৷ বিশ্বকাপে জার্মানির কাছে হেরে শোচনীয় বিদায় নেওয়ার পর অনেকদিন পেরিয়েছে৷ এতদিনে ভেরন মুখ খুলেছেন৷ এক রেডিও সাক্ষাত্কারে দেশের প্রাক্তন কোচ মারাদোনাকে তুলোধোনা করেছেন তিনি৷

মারাদোনার কোচিং-এর তীব্র সমালোচনা করে ভেরনের বক্তব্য, দলের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় মেসিকে ঠিকমত ব্যবহারই করতে পারেন নি মারাদোনা৷ আর ভেরন নিজে তীব্র বঞ্চনার শিকার হয়েছেন, সেকথাও সাক্ষাত্কারে জানিয়ে দিয়েছেন তিনি৷ বলেছেন, বিশ্বকাপ শুরুর আগে কোচ মারাদোনা নাকি তাঁকে বলেছিলেন, বিশ্বকাপের প্রতিটি ম্যাচে প্লেমেকারের বা খেলা তৈরি করে গোল করার দায়িত্ব নিতে হবে অভিজ্ঞ ভেরনকে৷ কিন্তু, বাস্তবে দেখা গেছে, প্রায় পুরো সময়টাই রিজার্ভ বেঞ্চে বসে কাটিয়েছেন তিনি৷ তাঁকে মাঠেই নামান নি মারাদোনা৷ খেলা তৈরি করা তো বহুদূরের কথা৷

WM Südafrika 2010 Deutschland vs Argentinien Flash-Galerie
দক্ষিণ আফ্রিকায় দলের ব্যর্থতার খেসারত দিতে হচ্ছে মারাদোনাকেছবি: AP

বিশ্বকাপের পুরো সময়টা দক্ষিণ আফ্রিকায় মেসির সঙ্গে এক ঘরেই থাকতেন ভেরন৷ বলেছেন, মেসিকে একবারের জন্যও আত্মবিশ্বাসী বলে মনে হয়নি তাঁর৷ খেলতেই নাকি পারেন নি নাকি মেসি৷ তার জন্যও দায়ী মারাদোনার ভুলভাল পরিকল্পনা৷

আর্জেন্টিনার জাতীয় দলের পরবর্তী কোচ বাছার সময় মস্তবড় নামধাম না দেখে যেন দেখা হয় কোচিং দক্ষতা৷ সাক্ষাত্কারের শেষে একথাও বলে দিয়েছেন ভেরন৷ বলেছেন, ভালো কোচই দেশকে ভরাডুবি থেকে টেনে তুলতে পারবে, অন্য কেউই নয়৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: সঞ্জীব বর্মন