1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমকামীদের প্রতি বৈষম্য দূর হল

২০ ডিসেম্বর ২০১০

মার্কিন সেনেট ১৯ ডিসেম্বর মার্কিন সেনাবাহিনীতে সমকামীদের প্রতি বৈষম্যের অবসান ঘটালো৷ দুই তৃতীয়াংশ সেনেটার প্রস্তাবটির পক্ষে ভোট দিলেন৷ এটা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিজয়৷

https://p.dw.com/p/Qgan
প্রেসিডেন্ট ওবামাছবি: AP

দুই হাজার আট সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানে বারাক ওবামা প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজয়ী হলে তিনি মার্কিন সেনাবাহিনীতে সমকামীদের প্রতি বৈষম্য দূর করবেন৷

মাত্র কিছুদিন আগেও মনে হচ্ছিল যে, অতি রক্ষণশীল সেনেট সদস্যরা সমকামী বিষয়ক আইনটির ওপর ভোটাভুটি অনুষ্ঠান আগামী বছর পর্যন্ত স্থগিত রাখবেন৷ সাবেক মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ম্যাককেইন এ ব্যাপারে রিপাবলিকানদের প্রতিরোধের নেতৃত্ব দেন৷ এবারও তিনি প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন৷

তবে ম্যাককেইন এর রিপাবলিকান দলীয় সদস্য সুজান কলিন্স কংগ্রেস ভোটাভুটির ফলাফলে সন্তোষ প্রকাশ করেন৷ তিনি সহ মোট আটজন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দিয়ে সমকামীদের প্রতি বৈষম্যের অবসান ঘটান৷

নতুন আইনটির ফলে সমকামীদের আর আতঙ্কিত হতে হবে না সেনাবাহিনীlতে তাদের চাকুরি চলে যাওয়ার ব্যাপারে৷

উল্লেখ্য যে, দুই হাজার আট সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানে বারাক ওবামা প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচিত হলে তিনি সেনাবাহিনীতে সমকামীদের প্রতি বৈষম্যের অবসান ঘটাবেন৷ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি তাঁর সেই প্রতিশ্রুতি ভুলে যান নি৷ ১৯ ডিসেম্বর মার্কিন সেনেটে সমকামীদের প্রতি বৈষম্যের অবসান ঘটল৷ দলীয় মত নির্বিশেষে এটি একটি বিরল ঘটনা৷ কারণ বিরোধী রিপাবলিকান কিছু সদস্যও প্রস্তাবটির পক্ষে ভোট দেন৷ এটা নিঃসন্দেহে প্রেসিডেন্ট বারাক ওবামার সবচেয়ে বড় রাজনৈতিক বিজয়৷

প্রতিবেদনঃ আবদুস সাত্তার

সম্পাদনাঃ আবদুল্লাহ আল-ফারূক