1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমাজকল্যাণে ফল্কসভাগেন

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি৬ জুন ২০১৩

ভারতের খেড় অঞ্চলের জলাভার দূর করতে এগিয়ে এসেছে জার্মান মোটর গাড়ি নির্মাতা ফল্কসভাগেন৷ ঐ অঞ্চলেই রয়েছে তাদের গাড়ি তৈরির কারখানা৷ অধিবাসীদের জলকষ্ট লাঘবে রাজ্যের মুখ্যমন্ত্রী এই সাহায্যের আবেদন জানিয়েছিলেন৷

https://p.dw.com/p/18kv5
Indian labourers prepare the flooded field for rice farming as chimneys of Kolaghat Thermal Power Plant are seen in the background in Mecheda around 85 kms south-west of Kolkata on July 26, 2011. The newly elected state government is putting its effort to creaet a balance between agriculture and industry. AFP PHOTO/Dibyangshu SARKAR (Photo credit should read DIBYANGSHU SARKAR/AFP/GettyImages)
ছবি: DIBYANGSHU SARKAR/AFP/GettyImages

মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে তীব্র জল সংকটের মোকাবিলা করতে কর্পোরেট সংস্থাগুলির কাছে আবেদন রেখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পৃথ্বিরাজ চৌহান৷ সেই ডাকে সাড়া দিয়ে সর্বাগ্রে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিশ্ব বিখ্যাত জার্মান মোটর গাড়ি নির্মাতা ফল্কসভাগেন কোম্পানি৷ ঐ এলাকাকে জলসম্পদে স্বনির্ভর করে তুলতে ঐ অঞ্চলের মজুদ জলের পরিমাণ বাড়িয়ে তোলার এক সামাজিক প্রকল্প হাতে নিয়েছে৷ এতে মজুদ জলের পরিমাণ ১৩ গুণ বাড়বে বলে কোম্পানি সূত্রে আশা প্রকাশ করা হয়৷

সেই লক্ষ্যে বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে খেড় অঞ্চলের গুলানি গ্রামের প্রধান খালের দৈর্ঘ্য, প্রস্ত ও গভীরতা বাড়ানোর সামাজিক কল্যাণ প্রকল্পের শুভারম্ভ করা হয়৷ ঐ গ্রামটি মুম্বই থেকে ২০০ কিলোমিটার এবং ফল্কসভাগেনের ছাগান কারখানা থেকে ৩০ কিলোমিটার দূরে৷ এই প্রকল্পের মাধ্যমে ঐ গ্রামে জলের পরিমাণ ৩৩৭৩ কিউবিক মিটার থেকে বাড়িয়ে মাত্র পাঁচ সপ্তাহের মধ্যে করা হবে ৪৫ হাজার কিউবিক মিটার৷ আর ঐ জল ব্যবহার করা যাবে পান করার এবং কৃষিকাজে৷

A security man walks past a Volkswagen Polo at its new factory in Chakan, near Pune, India, Saturday, Dec. 12, 2009. Volkswagen AG started production of its first compact car in India on Saturday, hoping to capture up to 10 percent of the country's fast-growing automobile market within the next six years, the company said. The factory, opened earlier this year, is part of a 580 million euros (US$846.8 million) investment, which the company says is a "key element" in its India strategy. (AP Photo/Rafiq Maqbool)
ডাকে সাড়া দিয়ে সর্বাগ্রে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিশ্ব বিখ্যাত জার্মান মোটর গাড়ি নির্মাতা ফল্কসভাগেন কোম্পানি (ফাইল ফটো)ছবি: AP

গুলানি গ্রামের জনসংখ্যা তিন হাজারের কিছু বেশি৷ কৃষিজমি মাত্র ৬৫ হেক্টর৷ ফল্কসভাগেন কোম্পানির এই সামাজিক প্রকল্পের কাজ শেষ হলে আরো ১২০০ হেক্টর জমিতে চাষাবাদ হবে৷ ঐ গ্রামের খালটির সংস্কার করে তার গভীরতা বাড়িয়ে করা হবে দুই মিটার, চওড়া বাড়িয়ে করা হবে ১৫ মিটার এবং দৈর্ঘ্য বাড়ানো হবে আরো দুই কিলোমিটার৷ বর্তমানে খালের গভীরতা মাত্র ০.২৫ মিটার, চওড়া ৯ মিটার এবং দৈর্ঘ্য দেড় কিলোমিটার৷

মহারাষ্ট্র সরকার খেড় অঞ্চলের ১৮টি জেলাকে ‘শুখা এলাকা' বলে ঘোষণা করে জলাভাবের সমাধানে কর্পোরেট সংস্থাগুলির সাহায্য চায়৷ জার্মান অটো কোম্পানি ফল্কসভাগেনের পরম্পরা হলো বাণিজ্যিক কাজ-কারবারের সঙ্গে সঙ্গে ঐ এলাকার উন্নয়নের প্রতি তার সামাজিক দায়িত্ব পালন করা, বলেন কোম্পানির প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর ৷

মহারাষ্ট্রে জলসংরক্ষণ এক বড় সমস্যা৷ সবথেকে বেশি দরকার পানীয় জল৷ গুলানি গ্রামকে জলে স্বনির্ভর করতে বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা করা হবে যাতে সারা বছর ঐ গ্রামে জলাভাব না হয়, বলেন কোম্পানির আর এক শীর্ষ কর্মকর্তা৷

চার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত পুনের ছাগান এবং ঔরঙ্গাবাদ কারখানায় ফল্কসভাগেন গ্রুপের পাঁচটি ব্র্যান্ড গাড়ি তৈরি হয়৷ আউডি, পোর্শে, স্কোডা, ল্যাম্বারঘিম এবং ফল্কসভাগেন৷ জার্মানির বৃহত্তম এবং বর্তমান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অটো কোম্পানি ফল্কসভাগেন, ভারতে যার উৎপাদন শুরু হয় ২০০৭ সাল থেকে৷ তবে স্কোডার উৎপাদন শুরু হয় ২০০১ সাল থেকে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য