1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমালোচনা সত্ত্বেও আজ ফিফা সভাপতি পদে নির্বাচন

১ জুন ২০১১

গত কয়েকদিন ধরে ফিফাতে ঘটে যাচ্ছে নাটকীয় সব ঘটনা৷ আজ ১ জুন ফিফা সভাপতি পদে নির্বাচন হওয়ার কথা৷ যদিও এবার ফিফার সভাপতি পদের নির্বাচন স্থগিতের আহবান জানিয়েছে অনেকে৷

https://p.dw.com/p/11Ryi
আবারও ফিফা প্রেসিডেন্ট হচ্ছেন ব্লাটারছবি: AP

এদিকে এশিয়ান ফুটবল কনফেডারেশন-এএফসি'র ভারপ্রাপ্ত প্রধান চীনের ঝ্যাং জিলং মনে করেন মোহাম্মদ বিন হাম্মাম এখনো এএফসি'র প্রধান পদে বহাল আছেন৷ বর্তমানে হাম্মামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে৷ ঝ্যাং এএফসি'র সাবেক প্রধান বিন হাম্মামের সহকারী ছিলেন৷ ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে হাম্মামকে বরখাস্ত করলে মঙ্গলবার ঝ্যাংকে ভারপ্রাপ্ত প্রধান করা হয়৷ ঝ্যাং বলেন, ফিফা বিন হাম্মামকে সাময়িকভাবে বরখাস্ত করলেও তিনিই এখনো এএফসি'র প্রেসিডেন্ট৷ তাঁকে এই পদ থেকে সরিয়ে দেওয়ার কোনো অধিকার ফিফার নেই৷

সাবেক ফিফা প্রেসিডেন্ট পদপ্রার্থী বিন হাম্মামের বিরুদ্ধে নির্বাচনে জেতার জন্য ভোট কেনার চেষ্টার অভিযোগ আনে ফিফা৷ এবং গত রোববার থেকে ফুটবল সংক্রান্ত কর্মকাণ্ডে হাম্মামকে নিষিদ্ধ করে৷ একদিন পর অবশ্য বিন হাম্মাম জানান, তিনি ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন৷ এদিকে বরখাস্ত হওয়ার মাত্র এক ঘন্টা আগে ফিফার প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ান বিন হাম্মাম৷ তিনি ছিলেন সংস্থার বর্তমান প্রেসিডেন্ট সেপ ব্লাটারের একমাত্র প্রতিদ্বন্দ্বী৷ ১৯৯৮ সাল থেকে ৭৫ বছর বয়সি সুইজারল্যান্ডের অধিবাসী ব্লাটার ফিফা প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন, যিনি সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে মাথা ঘামাতে রাজি নন৷ সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফিফা কোনো সংকটে পড়েনি এবং নির্ধারিত সময়েই নির্বাচন হবে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: জাহিদুল হক