1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সম্পত্তিতে সমানাধিকারের দাবিতে বাংলাদেশের নারী সাংসদরা

১০ মার্চ ২০১১

শুধু সম্পত্তিতে নয়, জাতীয় সংসদেও শতকরা ৫০ ভাগ আসন চান মহিলা সংসদ সদস্যরা৷ তবে সম্পত্তিতে সমান অধিকারের যে নীতি সরকার প্রণয়ন করতে যাচ্ছে, তাতে আপত্তি রয়েছে বিএনপি দলীয় মহিলা সংসদ সদস্যদের৷

https://p.dw.com/p/10WiX
ছবি: AP

নারী উন্নয়ন নীতিমালা মন্ত্রী পরিষদ অনুমোদন করছে৷ এই নীতি অনুযায়ী নারীদের উত্তরাধিকারের ক্ষেত্রে সম্পত্তিতে সমান অধিকার থাকবে৷ তারাও পুরুষের মত পিতা-মাতার সম্পত্তির সমান অংশ পাবেন৷ সরকারের এই সিদ্ধান্তকে যুগান্তকারী এবং সময়োচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি৷

তবে বিএনপি দলীয় সংসদ সদস্য রাশেদা বেগম হীরা বলেছেন, এতে ভারসাম্য নষ্ট হবে৷ মুসলিম পারিবারিক আইনে যেভাবে সম্পদের উত্তরাধিকারের বিধান রাখা হয়েছে তাই উত্তম৷ তিনি শুধু সম্পত্তিতে নয়, সংসদেও নারীদের জন্য ৫০ ভাগ আসন দাবি করেন৷

আওয়ামী লীগের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকিও এই দাবির সঙ্গে একমত৷ তবে তিনি বলেন ইসলামের কেউ কেউ ভুল ব্যাখ্যা দিচ্ছেন৷ অনেক মুসলিম দেশেই নারীরা সম্পত্তিতে সমান অধিকার ভোগ করেন৷

এদিকে নারী পুরুষের সমান অধিকার আইনের প্রতিবাদে ইসলামি আইন বাস্তবায়ন কমিটির প্রধান মুফতি ফজলুল হক আমীনী ৪ঠা এপ্রিল হরতাল ডেকেছেন৷ স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন দেশের মানুষ এই হরতাল প্রতিহত করবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন