1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শান্তিপূর্ণ আর কতদিন?

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৯ সেপ্টেম্বর ২০১৪

বিএনপি বিদেশমুখী নয়, আন্দোলনের জন্য দেশের জনগণের ওপরই নির্ভর করে তারা৷ তবে ৫ই জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং তার নেতা-কর্মীরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন – তা কাটিয়ে আন্দোলনকে ‘অ্যাকশনধর্মী' করতে সময় লাগবে৷

https://p.dw.com/p/1D9Hu
Bangladesh BNP Begum Khaleda Zia
ছবি: picture-alliance/dpa

বিএনপি ঈদের পরে সরকারবিরোধী আন্দোলন বেগবান করার কথা বললেও, রোজার ঈদের পর এবার কোরবানির ঈদও এসে গেল৷ তাই এখন বিএনপি বলছে, কোরাবানির ঈদের পর তারা কঠোর আন্দোলনে নামবে৷ কিন্তু বাস্তব অবস্থা হলো, বিএনপি আবারো বিদেশিদের সহায়তায় সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে৷ আর এ জন্য নানা তত্‍পরতা চালাচ্ছে তারা৷

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ডয়চে ভেলের কাছে স্বীকার করেন যে, বিএনপির একটি প্রতিনিধি দল গত জুলাই মাসে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে দেখা করেছে৷ এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক সিনেটর ও কংগ্রেসম্যানদের সঙ্গেও সাক্ষাত্‍ করেছেন দলের নেতারা৷ আরো আরেকটি প্রতিনিধি দল যাচ্ছে চীনে৷ এর বাইরে বিদেশ থেকে যাঁরা ঢাকায় এসে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন, তাঁদের কাছে মধ্যবর্তী নির্বাচনের প্রসঙ্গ তুলেছেন জিয়া৷

তবে দুদু দাবি করেন, আন্দোলন ছেড়ে দিয়ে এটা বিএনপির বিদেশমুখীতা নয়৷ এটাকে একটি বড় দলের কূটনৈতিক তত্‍পরতা হিসেবে দখতে হবে৷ তিনি বলেন, ‘‘৫ই জানুয়ারির নির্বাচন পরবর্তী অবস্থা বিদেশি বন্ধুদের জানানো আমাদের দায়িত্ব৷ কারণ এখন বিশ্বায়নের যুগ৷ আর সারা বিশ্বের গণতান্ত্রিক শক্তি বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায়৷''

শামসুজ্জামান দুদু বলেন, ‘‘বিএনপি অবশ্যই দেশের মানুষকে সঙ্গে নিয়ে ‘অ্যাকশনধর্মী' আন্দোলনে যাবে৷ হরতাল, অবরোধ, ঘেরাও কর্মসূচি অবশ্যই দেবে বিএনপি৷ কিন্তু তার আগে দলকে শক্তিশালী করা জরুরি৷''

তাঁর কথায়, ‘‘৫ই জানুয়ারির নির্বাচনের আগে ও পরে বিএনপির নেতা-কর্মীদের ওপর ব্যাপক নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ ও তার অবৈধ সরকার৷ ফলে নেত-কর্মীরা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন৷ এখন আবার মামলা চাঙ্গা করে নেতা-কর্মীদের দমন করা হচ্ছে৷'' তিনি বলেন, দল অতীতে এত বড় ক্ষতির মুখে কখনো পড়েনি৷ তাই দল গোছাতে আরো সময় লাগবে৷

এদিকে বিএনপির তৃনমূল নেতা-কর্মীদের মধ্যে হতাশা এখনো কাটেনি৷ তাঁরা আদতেই জানেন না যে বিএনপি আসলে কোন দিকে যাচ্ছে৷ আদৌ এই সরকারকে পাঁচ বছরের আগে ক্ষমতা থেকে সরানো যাবে কিনা৷ তবে দুদু বলেন, ‘‘সময় এলে এই সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য