1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকারকে হটাতে সর্বাত্মক কর্মসূচিতে যাচ্ছে বিএনপি

১৮ নভেম্বর ২০১০

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারকে হটাতে শিগগিরই সর্বাত্মক কর্মসূচিতে যাবে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি৷

https://p.dw.com/p/QCSv
সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়ার ‘উৎখাতের’ জের ধরে বিএনপি পথে নামছেছবি: Mustafiz Mamun

বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের একথা জানান৷ তিনি বলেন, সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করার পথে নেমেছে৷ এখন চুপ করে বসে থাকার সময় নেই৷ তাই বর্তমান পরিস্থিতিতে সরকারকে আর কোনো ছাড় দেওয়া হবে না৷ বিএনপি জনগণকে নিয়ে অলআউট কর্মসূচিতে যাবে৷

খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের বাসা থেকে - তাঁর কথায় - ‘উৎখাতের' প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, এ রকম পরিস্থিতিতে আমরা নই, দেশের মানুষ ক্ষুব্ধ হয়েছে৷ হরতাল পালন করে জনগণ সরকারের ওই কর্মকান্ড ঘৃণা করেছে, ধিক্কার জানিয়েছে৷ এরকম পরিবর্তিত পরিস্থিতিতে পিছু হটার সুযোগ নেই৷ দেয়ালে পিঠ ঠেকে গেছে৷ আমরা সর্বাত্মক আন্দোলনে যাচ্ছি৷ বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই আন্দোলনের কর্মসূচি ও কর্মকৌশল চূড়ান্ত হবে বলে তিনি জানান৷ কবে নাগাদ কর্মসূচি চূড়ান্ত হবে - জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, শিগগিরই৷ এ জন্য স্থায়ী কমিটির বৈঠকও শিগগির ডাকা হবে৷ আপাতত সংসদেও যাবে না বিএনপি৷

এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আবারও বলেছেন, খালেদা জিয়ার সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি ছাড়ার ঘটনায় আইনের কোন ব্যতয় ঘটেনি৷ তিনি আদালতের বিষয়ে বাইরে বক্তৃতা বিবৃতি না দিয়ে খালেদা জিয়ার আইনজীবীদের মামলা পরিচালনায় আরো বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক