1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডেনিশ নারীর কোটি ডলার চুরি

১৮ ফেব্রুয়ারি ২০২০

রাষ্ট্রীয় কল্যাণ সংস্থার এক কোটি ৭০ লাখ ডলার চুরির দায়ে এক ডেনিশ নারীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে৷ ডেনমার্কের আদালত তার বিরুদ্ধে রায় দেয়া হবে৷ 

https://p.dw.com/p/3XxjJ
ছবি: picture-alliance/dpa/B. Lindhardt

ব্রিটা নিয়েলসেন নামের ডেনিশ এক নারী দেশটির ন্যাশনাল বোর্ড অব সোশ্যাল সার্ভিসকে ফাঁকি দিয়ে হাতিয়ে নিয়েছেন এক কোটি ৭০ লাখ ডলার৷ ২৫ বছর ধরে তিনি এই টাকা নিজের অ্যাকাউন্টে স্থানান্তর করেছেন৷ সরকারের তদন্তে এমন তথ্য বেরিয়ে এসেছে৷

একে বড় ধরনের আর্থিক অপরাধ হিসেবে বর্ণনা করেছেন তদন্তকারী কর্মকর্তা কিয়া রয়মার্ট৷ তিনি নিয়েলসেনকে আট বছরের কারাদণ্ড দেয়ার জন্য কোপেনহাগেন আদালতে আবেদন জানিয়েছেন৷

যে অ্যাজেন্সির মাধ্যমে এই প্রতারণা করা হয়েছে, তারা শিশু ও তরুণসহ ঝুঁকিতে থাকা মানুষদের সহায়তায় কাজ করে৷ প্রতারণাটি ধরা পড়ে ২০১৮ সালের সেপ্টেম্বরের একটি নিরীক্ষায়৷ আত্মসাৎকৃত টাকায় দক্ষিণ আফ্রিকায় সম্পত্তি এবং বিলাসবহুল গাড়ি কিনেছেন নিয়েলসেন৷ তার আইনজীবী আদলতের কাছে ২০০৯ সালের পরের অর্থ স্থানান্তরের ঘটনাগুলো বিবেচনায় নেয়ার আবেদন করেছেন, যার জন্য নিয়েলসেনকে চার থেকে ছয় বছরের জেল দেয়া যেতে পারে বলে দাবি করেছেন তিনি৷

এফএস/এসিবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান