1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালাবে বিএনপি

১ ডিসেম্বর ২০১০

সকাল-সন্ধ্যা হরতাল পালনের পর বিএনপি তাৎক্ষনিকভাবে নতুন কর্মসূচি ঘোষনা না করলেও শরিকদের সঙ্গে আলোচনা করে শিগগিরই নতুন কর্মসূচি ঘোষনা করবে৷

https://p.dw.com/p/QMPF
ঢাকার রাজপথে এমন দৃশ্য নতুন নয় (ফাইল ফটো)ছবি: AP

বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন জানিয়েছেন, বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন সংগ্রাম চলবে৷ এজন্য আরো কঠোরতম কর্মসুচি দেওয়া হবে৷ এদিকে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বিরোধী দলকে হরতালের বিকল্প রাজনৈতিক কর্মসুচি আবিষ্কারের আহবান জানিয়েছেন৷ তিনি বলেছেন, হরতাল হল সর্বশেষ রাজনৈতিক হাতিয়ার৷ এটি যখন তখন ব্যবহার করা ঠিক নয়৷

অন্যদিকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনায় খালেদা জিয়ার দায়ের করা আদালত অবমাননার শুনানি হতে পারে বুধবার৷ মঙ্গলবার হরতালের কারনে আপিল বিভাগে নির্ধারিত শুনানি হয়নি৷ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, বিএনপি পন্থী খালেদা জিয়ার আইনজীবীরা নানা কৌশলে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছেন৷ তাদের উদ্দেশ্য তিনি যাতে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান না হতে পারেন৷

উল্লেখ্য বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার পর প্রধান বিচারপতি এবিএম খায়রুলর হক হবেন সর্বশেষ বিদায়ী প্রধান বিচারপতি৷ নিয়ম অনুযায়ী তিনি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান৷

প্রতিবেদন : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য