1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকারের বিরুদ্ধে জনগনকে ঐক্যবদ্ধ হতে বললেন খালেদা

১৮ এপ্রিল ২০১০

বর্তমান সরকারের বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া৷ তিনি রোববার বিকেলে খুলনায় এক দলীয় সমাবেশে অভিযোগ করেন, দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে৷

https://p.dw.com/p/Mzio
ছবি: Mustafiz Mamun

চট্টগ্রাম থেকে শুরু হয়েছে বিভাগীয় শহরগুলোতে বিএনপির জনসমাবেশ৷ তারই ধারাবাহিকতায় রোববার খুলনায় দলীয় সমাবেশে বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়া৷ বিকেলের এই সমাবেশে তিনি সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনেন৷ তিনি বলেন, দেশে দ্রব্যমূল্য কমেনি৷ মানুষের স্বস্তি আসেনি৷ বিরোধীদলীয় নেত্রী বলেন, দেশে আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে৷ শাসকদলীয় লোকজন দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে৷ প্রশাসন থেকে বিচার বিভাগ পর্যন্ত সব জায়গায় দলীয়করণ করেছে সরকার৷ খালেদা জিয়া বিদ্যুৎ, পানি ও গ্যাস সংকটের সমালোচনা করে বলেন, শাসকদলের লুটপাটের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ তিনি জনগণকে তার ভাষায় এই সরকারের দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান৷

এদিকে, খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ জানিয়েছেন, খুলনার মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা তালুকদার আব্দুল খালেক৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ক্ষমতায় না যেতে পেরে খালেদা জিয়া বেসামাল কথাবার্তা বলছেন৷ খালেদা জিয়ার সরকারের সময় এক ইউনিটও বিদ্যুৎ উৎপাদন বাড়েনি৷ অথচ ২০ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে৷ পাঁচবছর ক্ষমতায় থেকে বিএনপি শুধু লুটপাটই চালিয়েছে৷ দেশের কোথাও কোন উন্নয়ন হয়নি৷ তিনি বলেন, খুলনাসহ দেশের যেখান থেকেই সরকার পতনের ডাক দেয়া হোক না কেন জনগণই তা প্রতিহত করবে৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা, সম্পাদনা: রিয়াজুল ইসলাম