সরকারের ভালো-মন্দ কাজ নিয়ে পাঠকদের ভাবনা | পাঠক ভাবনা | DW | 21.11.2018
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

সরকারের ভালো-মন্দ কাজ নিয়ে পাঠকদের ভাবনা

বাংলাদেশে এখন নির্বাচনের হওয়া বইছে৷ স্বাভাবিকভাবেই বর্তমান আওয়ামীলীগ সরকারের ভালো-মন্দ নিয়ে ভাবছেন অনেকেই৷ তাঁদের সেসব ভাবনার কথাই অনেক পাঠক  ডয়চে ভেলের তুলে ধরেছেন ফেসবুক পাতায়৷

ফেসবুক পাতায়  একজন পাঠক লিখেছেন, ‘‘আমি  প্রতিহিংসার রাজনীতি চাই না৷ ভালো কাজ করলে সমর্থন আর খারাপ কাজ করলে প্রতিবাদ৷ বিএনপি ভালো করেনি আর আওয়ামীলীগ তাদের খারাপের সবটুকু দেখিয়েছে৷ সব বাদ দিয়ে মিলেমিশে দেশের উন্নয়নে কাজ করো৷ দেশ এগিয়ে যাবে, আমরাও উন্নত হবো''  এই মন্তব্য করেছেন ডয়চে ভেলের পাঠক ওমর ফারুক৷

আর দুঃখ করে ফেসবুক বন্ধু মজিদ রিদওয়ান ডয়চে ভেলের ফেসবুক পাতায় লিখেছেন, ‘‘শেখ মুজিবরের আওয়ামীলীগ আর নেই! এখন যারা আওয়ামীলীগ করেন তারা দুর্নীতির জন্য আওয়ামীলীগ করেন, দেশের জন্য নয় ''

তবে পাঠক মাজহারুল ইসলামের ধারণা, যারা খারাপ প্রকৃতির, তারা আওয়ামীলীগ সরকারের আমলে খুব ভালো আছেন৷ আর যাঁরা ভদ্র প্রকৃতির, তাঁরা খুব কষ্টে আছেন৷

 

মোহাম্মদ মনির মনে করেন, ‘‘এই সরকারের সময়ে মানুষের অধিকার নেই, নেই আইনের শাসন, যদিও দেশের উন্নয়ন ভালো করেছে এবং কিছ নেতা লুটপুটে খাচ্ছে৷''

অন্যদিকে পাঠক হাসান আল আরিফ বাংলাদেশের বিশিষ্টজনদের ‘গুম' হওয়া নিয়ে আতঙ্কিত৷ মোরসালিন আহসান লিখেছেন, ‘‘আমি মন্তব্য করলে আমার সাথে  হয়রানিমুলক আচরণ করা হবে না, এই নিশ্চয়তা দিতে পারবে ডয়চে ভেলে?''

তবে ভিন্নমত পাঠক আবদুল্লাহ আল মাসুদের, তিনি লিখেছেন,‘‘ দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই৷''  তাঁর বিশ্বাস, অন্য দল ক্ষমতায় এলে উন্নয়নের দিক থেকে বাংলাদেশ আরো ১০ বছর পিছিয়ে যাবে৷

সংকলন: নুরুননাহার সাত্তারগুম

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন