1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাজেট বিশ্লেষণ

৮ জুন ২০১২

অতীতে বাজেট বাস্তবায়ন করতে গিয়ে সুশাসন নিশ্চিত করা হয়নি৷ এবার সরকার যেহেতু নির্বাচনকে সামনে রেখে বাজেট দিয়েছে, তাই তা বাস্তবায়নে সুশাসন নিশ্চিত করতে হবে৷

https://p.dw.com/p/15ADW
A Bangladeshi laborer sweeps the pavement outside the national parliament building in Dhaka, Bangladesh, Friday, April. 6, 2007. Bangladesh's national elections, already delayed amid deadly violence over allegations of ballot-rigging will not be held for at least a year and a half, the top election official in the military-backed interim government said. (ddp images/AP Photo/Pavel Rahman)
ছবি: AP

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস-এর অর্থনীতিবিদ ড. নাজনিন আহমেদ প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডয়চে ভেলেকে একথা বলেন৷ তিনি বলেন, এবার বাজেটে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নতুন কিছু নেই৷

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, গত বছর বিদ্যুৎ সমস্যা সমাধানে পরিকল্পনা মাফিক কিছু করা হয়নি৷ তাই বিদ্যুৎ সমস্যা সমাধানে আরো কার্যকর পদক্ষেপ নেয়ার কথা বলেছেন তিনি৷ ড. নাজনিন আহমেদ বলেন, অর্থমন্ত্রীর এই উপলব্ধি এবার বাজেটের সবচেয়ে ইতিবাচক দিক৷ তিনি আশা করেন, এই উপলব্ধি সরকারকে সঠিক পথে কাজ করতে সহায়তা করবে৷ আর সরকারের বিগত প্রকল্পগুলোর কী অবস্থা, তা বাজেটে তুলে ধরা হয়েছে, যা স্বচ্ছতার একটি দিক৷

তিনি ডয়চে ভেলেকে বলেন, এবার বাজেট নিয়ে নতুন করে দেশের মানুষের আশাহত হওয়ার কিছু নেই৷ কারণ গত এক বছরে মানুষ যথেষ্ট আশাহত হয়েছেন৷ তারপরও এই বাজেটে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নতুন কিছু নেই৷ গরিব মানুষের জন্য নেই নতুন কোন প্রকল্প৷

ড. নাজনিন বলেন, সরকারের জন্য বাজেট বাস্তবায়নের বড় চ্যালেঞ্জ হল সুশাসন নিশ্চিত করা৷ কারণ এবারের বাজেট সামনের নির্বাচনের কারণে রাজনৈতিক৷ তাই সুশাসন নিশ্চিত না হলে এই বাজেট সুফল দেবেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য