1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকার পতনের আন্দোলনে নামার ইঙ্গিত দিল বিএনপি

৪ এপ্রিল ২০১১

বিজিএমই ভবন ভেঙে ফেলার আদালতের সিদ্ধান্ত নিয়ে আজ সরগরম সংবাদপত্রের জগৎ৷ হরতালের খবর তো আছেই, আছে নারী নীতি নিয়ে মুফতি আমিনীর ভুল ব্যাখ্যা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অভিযোগের কথাও৷

https://p.dw.com/p/10mse
মুফতি কোরআনের অপব্যাখ্যা দিচ্ছেন, বললেন হাসিনাছবি: AP

বিজিএমই-র ১৫ তলা ভবন ভেঙে ফেলতে আদালতের নির্দেশ

দৈনিক ইত্তেফাক, কালের কন্ঠ সহ সংবাদপত্রগুলির শীর্ষ শিরোনাম আজ এই নিয়েই৷ সব কাগজেই বলা হয়েছে আদালতের নির্দেশনামা৷ রাজধানীর বেগুনবাড়ী খালের ওপর নির্মিত বিজিএমইএর ১৫ তলা ভবন ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট৷ রায়ের কপি পাওয়ার পর ৯০ দিনের মধ্যে ভবনের সব কিছু সরিয়ে নিতে ব্যবহারকারীদের নির্দেশ দেওয়া হয়েছে৷ এরপর ভাঙার কাজ বিজিএমইএকে নিজের অর্থে করতে হবে বলেও রায়ে উল্লেখ করা হয়৷ বিজিএমইএ তা না করলে রাজউককে ভবনটি ভাঙার নির্দেশনা দিয়েছেন আদালত৷ রায়ে বিজিএমইএকে উদ্দেশ্য করে বলা হয়, ভবনটি নির্মাণের আগে ওই স্থানের ভূমি যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরিয়ে আনতে হবে৷ একই সঙ্গে বিজিএমইএর বিরুদ্ধে ফৌজদারি ও জলাধার আইনে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে৷ আরেকটি সংবাদে বলা হচ্ছে, প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে তৈরি এতবড় ভবন ভেঙে ফেলাটা কোন সমাধান হতে পারেনা, মনে করছেন পোষাক শিল্প মালিকরা৷ তাঁদের বক্তব্য, পানির প্রবাহ স্বাভাবিক রাখার বিকল্প পথ খোঁজাটা এখন জরুরি৷

আজ হরতাল, নারী নীতির ভুল ব্যাখ্যা নিয়ে হাসিনার অভিযোগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুফতি আমিনী নারী নীতির ভুল ব্যাখ্যা করে জনগণকে ধোঁকা দিচ্ছেন৷ বিভ্রান্তি ছড়িয়ে হরতাল ডেকে জনগণকে কষ্ট দিচ্ছেন৷ কক্সবাজার জেলা পার্ক মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন৷ শেখ হাসিনা বলেন, পবিত্র কোরআনে নারী ও পুরুষের সম্পত্তি ভাগাভাগির কথা যেভাবে বলা আছে তা মেনেই নারী নীতি করা হয়েছে৷ সূরা নিসার ৭ নম্বর আয়াতে নারী ও পুরুষের মধ্যে সম্পত্তি ভাগাভাগির বর্ণনা স্পষ্ট করে বলা আছে৷ তিনি বলেন, হরতালে গাড়ি ভাঙচুর করা হয়, পিকেটিং করা হয়৷ তাই কোরআন হাতে রাস্তায় নামলেই কোরআন অবমাননা হবে৷ অথচ আমিনীরা ধর্মকে ব্যবহার করে দেশে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে৷

সরকার পতনের আন্দোলনে যাওয়ার ইঙ্গিত দিল বিএনপি

শিগগিরই সরকার পতন আন্দোলনে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রধান বিরোধী দল বিএনপির শীর্ষস্থানীয় নেতারা৷ দলীয় সর্বোচ্চ ফোরামে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তারা৷ রবিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে গিয়ে দলের নেতারা সাংবাদিকদের এসব কথা বলেন৷ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, চেয়ারপারসন খুব শিগগিরই দলের নীতিনির্ধারণী ফোরামে স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করবেন৷ সেখানে দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে৷

গ্রন্থনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: রিয়াজুল ইসলাম