1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সর্বকালের সেরা স্পিনার নিয়ে বিতর্ক থেকেই যাচ্ছে

২৪ জুলাই ২০১০

একদিকে মুত্তিয়া মুরালিধরণ, অন্যদিকে শেন ওয়ার্ন৷ অনেকটা ফুটবলের পেলে এবং ম্যারাডোনা বিতর্কের মত৷ তবে স্বীকার করতে হবে, মুরালিধরণ এবং ওয়ার্ন এই দুজনের হাতেই স্পিন বোলিং হয়ে উঠেছে শিল্পের চেয়েও বেশি৷

https://p.dw.com/p/OTVj
Muttiah Muralitharan
মুত্তিয়া মুরালিধরনছবি: AP

অফ স্পিনার হিসেবে মুরালিধরণ সেরা, লেগ স্পিনার হিসেবে ওয়ার্ন৷ এতটুকু পর্যন্ত সকলেই স্বীকার করবেন৷ কিন্তু স্পিন বোলিং এর কথা যখন চলে আসে তখনই বাধে গন্ডগোল৷ কেউ মুরালিধরণের পক্ষে, কেউবা ওয়ার্নের পক্ষে৷ যুক্তি আছে দুই দলেরই৷ মুরালির অফ ব্রেকের টার্ন কত বড় সেটা নিয়ে চলে নানা মাপজোক৷ বলা হয়, কাঁচের তৈরি পিচের ওপরও নাকি বল ঘোরাতে পারবেন মুরালি৷ তাই পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, সবখানেই মুরালি মানে ব্যাটসম্যানদের জন্য স্পিন আতংক৷ এর সঙ্গে যোগ হয় তাঁর রহস্যময় দুসরা৷ এর ফাঁদে ফেলে কত ব্যাটসম্যান যে এলবিডব্লিউ হয়েছেন তা গুনে শেষ করা যাবে না৷ ঘন্টার পর ঘন্টা টানা বোলিং করে যান, ব্যাটসম্যানরাও একের পর এক বল ছেড়ে দেন৷ কিন্তু মুরালির ধৈর্য্যের কাছে এক পর্যায়ে হার মানতে বাধ্য হন সেই ব্যাটসম্যান৷

Shane Warne
শেন ওয়ার্নছবি: AP

অন্যদিকে লেগ স্পিন বোলিংকে নতুন এক মাত্রায় উপস্থাপন করেছেন শেন ওয়ার্ন৷ মুরালির মত অবিশ্বাস্য টার্ন হয়তো তাঁর বোলিংয়ে ছিল না, কিন্তু ওয়ার্নের মায়াবী ফ্লিপার কিংবা স্ট্রেইটার বুঝতে হলে স্লো মোশনে রিপ্লে ছাড়া আর কোন উপায় নেই৷ ব্যাটসম্যানের নার্ভের ওপর চাপ তৈরি করার অসাধারণ ক্ষমতা ছিল এই অস্ট্রেলীয় লেগ ব্রেকারের৷

যাই হোক, টেস্ট বোলিংয়ে সর্বোচ্চ ৭০৮ উইকেট নিয়ে একসময় নতুন ইতিহাস তৈরি করেছিলেন শেন ওয়ার্ন৷ তবে তাঁকে ছাড়িয়ে আরও বহু এগিয়ে ৮০০ উইকেটের নতুন অধ্যায় খুললেন শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরণ৷ শেন ওয়ার্ন খেলেছিলেন ১৪৫ টি টেস্ট, কিন্তু মুরালি খেলেছেন তার চেয়ে অনেক কম ১৩৩ টি টেস্ট৷ গড়ের দিক থেকেও ওয়ার্নের চেয়ে এগিয়ে মুরালি৷ তবে দলকে জেতানোর বেলায় মুরালির চেয়ে অনেক এগিয়ে রয়েছেন ওয়ার্ন৷ দলকে যেখানে ৫৪ টি ম্যাচে জিতিয়েছেন মুরালি, সেখানে ওয়ার্ন জিতিয়েছেন ৯২ টি টেস্ট৷ তাই কেবল পরিসংখ্যানের খাতা খুঁজে এই দুজনকে তুলনা করতে গেলে বোধহয় তা যথেষ্ট হবে না৷ তবে টেস্ট ক্রিকেটের যে জায়গাটিতে তারা অবস্থান করছেন, সেখানে স্পিনার কেন কোন ফাস্ট বোলারকে দেখতেও বোধহয় আরও অনেক বছর অপেক্ষা করতে হবে ক্রিকেট বিশ্বকে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী