1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সলমানের চরিত্রে ‘দোষ’

১০ মার্চ ২০১১

সলমান খানের ‘ক্যারেক্টার ঢিলা’ মানে চরিত্রে দোষ৷ এক সহকর্মীকে একথা বলতেই তিনি খানিকটা বিস্মিত হলেন, বললেন, ‘এ আর নতুন কি?’ আছে, এবার সরাসরি ক্যারেক্টার ঢিলার কথা স্বীকার করতে চলেছেন সলমান৷

https://p.dw.com/p/10Wut
সলমানের চরিত্রের দোষ দেখতে অপেক্ষা করতে হবে আরো কয়েকমাসছবি: AP

খানিকটা খোলসা করেই বলা যাক৷ ছবির নাম ‘রেডি', তার এক গান ‘ক্যারেক্টার ঢিলা'৷ সেই গানে ঠোঁট মেলাচ্ছেন বলিউড তারকা সলমান খান৷ যেখানে থাকবে তাঁর ব্যক্তিগত সব নাচের ঢং৷

ইতিমধ্যে এই গানের শুটিং হয়ে গেছে ব্যাংককে৷ সলমানের সঙ্গে কোমর দোলাতে সেখানে হাজির হন শতাধিক নৃত্যশিল্পী৷ তাদেরকে আবার ভারত থেকেই নিয়ে যাওয়া হয়েছে, শুধু এই গানটির জন্যই৷ এমন বড় বাজেটের গানের কোরিওগ্রাফারও দু'জন – রাজু খান এবং মুদাস্সের খান৷ তারা জানিয়েছেন, গানটায় নাকি সালমানের চরিত্রের ‘দোষ' ভালোভাবেই ফুটিয়ে তোলা হয়েছে৷

কমেডি ধাঁচের এই ছবিতে সলমানের নায়িকা আসিন৷ চিনেছেন, ঐ যে ‘গজনি' ছবিতে আমির খানের বিপরীতে দুর্দান্ত অভিনয় করেছিল যে তন্বী৷ সে আবার সলমানের বাহুবন্দি৷ এর আগে লন্ডন ড্রিমস-এ অভিনয় করেছেন তারা৷

যাই হোক, সলমানের চরিত্রের দোষ দেখতে অপেক্ষা করতে হবে আরো কয়েকমাস৷ জুনে মুক্তি পাবে ‘রেডি'৷ সে পর্যন্ত অপেক্ষাই উত্তম৷ তবে আমাদের সেই সহকর্মীর মতো আবার বলে বসবেন না, ‘সবাই জানে তাঁর চরিত্রের ‘দোষ''!

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন