1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফার্গুসনের বর্ষপূর্তি

১০ আগস্ট ২০১৫

মাইকেল ব্রাউন হত্যার বর্ষপূর্তিতে শান্তিপূর্ণ পথসমাবেশ হয়েছে ফার্গুসনে৷ তবে পুলিশের গুলিতে নিহত ব্রাউনকে স্মরণের দিনটি শান্তিপূর্ণভাবে শেষ হয়নি৷ রোববার রাতে ব্যাপক সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনাও ঘটে৷

https://p.dw.com/p/1GCeW
USA Ferguson Schüsse nach Gedenken an Michael Brown
ছবি: Reuters/R. Wilking

২০১৪ সালের ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরে পুলিশের গুলিতে মারা যায় কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউন৷ নিরস্ত্র ব্রাউনকে গুলি করে হত্যা করে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা উইলসন৷ গুলিবিদ্ধ হওয়ার পর ঘটনাস্থলে সাড়ে চার ঘণ্টা পড়ে ছিল ব্রাউন৷ পুলিশ তাঁকে বাঁচানোর কোনো চেষ্টা করেনি৷ ফার্গুসনের অশ্বেতাঙ্গ জনগোষ্ঠীকে আরো বিক্ষুব্ধ করে তোলে যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রনালয়ের একটি সিদ্ধান্ত৷ মন্ত্রনালয় জানায়, উইলসনকে কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব নয়৷ এর প্রতিবাদে স্মরণকালের ভয়াবহতম বিক্ষোভ শুরু হয় ফার্গুসনে৷ সারা দেশ থেকেই ওঠে উইলসনের শাস্তি এবং পুলিশ বিভাগের সংস্কারের দাবি৷ সংস্কারের কাজ এখনো শুরু হয়নি, তবে গণবিক্ষোভের মুখে চাকরি থেকে ইস্তফা দিয়েছেন উইলসন৷

মাইকেল ব্রাউনের প্রথম মৃত্যুবার্ষিকীর শুরুটা ছিল শান্ত, শোকাচ্ছন্ন৷ ব্রাউন যেখানে গুলিবিদ্ধ হয়ে পড়ে ছিল সেই জায়গায় সাড়ে চার মিনিট নীরবতা পালন করেন শ' তিনেক মানুষ৷ মৃত্যুপথযাত্রী ব্রাউনের প্রতি অবজ্ঞা, অবহেলার সাড়ে চার ঘণ্টাকে স্মরণ করতেই সাড়ে চার মিনিটের প্রতীকী নীরবতা পালন করা৷ মাইকেল ব্রাউনের বাবা মাইকেলও ছিলেন পথ সমাবেশে৷ ফার্গুসনের প্রতিবাদী মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘‘তোমরা না থাকলে ওরা ঘটনাটা কার্পেটের নীচে চাপা দিয়ে দিতো৷ তাই আমার সমস্ত ভালোবাসা তোমাদের জন্য৷ ''

নীরবতার সাড়ে চার মিনিট শেষে সবাই ‘হাত তোলো, গুলি কোরো না', ‘দয়া করে আমাদের হত্যা করা বন্ধ করো', ‘কার জন্য আমরা এ সব করছি? মাইক ব্রাউনের জন্য, মাইক ব্রাউনের জন্য' স্লোগান শুরু হয় সমাবেশে৷

রাতে হঠাৎই যেন ফার্গুসন বদলে যায়৷ শুরু হয় জনতা-পুলিশ সংঘর্ষ৷ সংঘর্ষের এক পর্যায়ে দু'পক্ষের মধ্যে গুলি বিনিময়ও হয়েছে৷ পুলিশের অন্তত দু'টি গাড়িতে গুলি লেগেছে৷ এছাড়া পুলিশের গুলিতে কম পক্ষে এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে৷ সেন্ট লুইস কাউন্টি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশের ওপর ব্যাপক গুলিবর্ষণের পাল্টা ব্যবস্থা হিসেবেই পুলিশকেও গুলি চালাতে হয়৷

এসিবি/ডিজি (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য