1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাইক্লিস্টের কাণ্ড!

১৩ মে ২০১৯

অনেক সাইক্লিস্টের কাছে গতিময়তা হলো অ্যাডভেন্চার৷ তবে গতি যতই হোক, সাইকেল নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজন সতর্কতা আর জানা থাকা দরকার কৌশল৷ তা না হলে বিপদ যে অনিবার্য৷

https://p.dw.com/p/3IOWC
Frankreich Paris - Mountain-Biker bezwingt Eiffelturm in 19 Minuten
ছবি: picture-alliance/dpa/AFP/Meyer

ফ্রান্সের এক মাউন্টেন বাইকারেরও বিপদ হয়েছিল বেপরোয়াভাবে সাইকেল চালানোর কারণে৷ফ্রোফোক্স নামের ওই ব্যক্তি দেশটির পাহাড়ি এলাবার শহর ব্লোইস-এ তাঁর প্রিয় সাইকেলটি চালাচ্ছিলেন৷ সাইকেলটি নিয়ে শহরের ঢালু রাস্তা বেয়ে নামছিলেন তিনি৷ শহরটির রাস্তা একদিকে যেমন খুব ঢালু, অন্যদিকে আঁকাবাঁকাও৷ রাস্তার এ বৈচিত্র্য যেন উপভোগই করছিলেন তিনি৷ যতই নীচের দিকে নামছিলেন, ততই বাড়ছিল সাইকেলের গতি৷


এদিকে রাস্তার এক জায়গায় খাঁড়া একটি সিঁড়িতে বসে গল্প করছিলেন কয়েকজন তরুণ-তরুণী৷ খুব খাঁড়া সিঁড়ি হওয়ায় উপর থেকে ফ্রোফোক্স সিঁড়ির নীচের অংশে কেউ আছেন কিনা দেখতে  পাননি ৷ যখন তিনি বিষয়টি দেখতে পেলেন, তখন তাঁর হাতে আর সময় নেই সাইকেলটি নিয়ন্ত্রণে নেয়ার৷ এদিকে খাড়া ঢাল বেয়ে আসা সাইকেলটিতে প্রচণ্ড গতি থাকায় এটি নিয়ন্ত্রণ করা ততটা সহজও ছিল না৷

তবে সাইকেলটি তীব্রগতিতে ছুটে আসতে দেখে নীচে বসে থাকা এক তরুণী মুহূর্তের মধ্যেই নিজেকে সড়িয়ে নেন ও তাঁর সঙ্গীদেরও সতর্ক করেন৷  আর সাইকেলটি নিয়ে বসে থাকা তরুণ-তরুণীদের মাঝখান দিয়েই বেরিয়ে যান ফ্রোফোক্স৷ কিন্তু তারপর সাইকেল থেকে ছিটকে পড়েন তিনি৷ তাঁর এ দশা দেখে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাওয়া তরুণ-তরুণীরাও না হেসে পারেননি৷

পুরো ঘটনাটি ধরা পড়ে ফ্রোফোক্সের কপালে লাগানো ক্যামেরায়৷ পরে ভিডিওটি তিনি ইউটিউবে প্রকাশ করেন৷ প্রায় মাসখানেক আগে ইউটিউবে প্রকাশিত এ ভিডিওটি ইতোমধ্যে দেখা হয়েছে ১১ লক্ষবারেরও বেশি বার৷

আরআর/এসিবি