1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সাদাতের হাতিয়ার

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২৭ ফেব্রুয়ারি ২০২১

‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার’ জয় করে সবার নজর কেড়েছেন নড়াইলের সাদাত রহমান৷ তাকে এমন স্বীকৃতি এনে দিয়েছে কিশোর-কিশোরীদের সাইবার বুলিং থেকে রক্ষায় সহায়ক অ্যাপ ‘সাইবার টিন’৷

https://p.dw.com/p/3q0Lp
গত বছর ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার’ অর্জন করেন বাংলাদেশের সাদাত রহমান৷ছবি: privat

এমন এক অ্যাপ তৈরি করে গত বছর এ পুরস্কার পেয়েছেন সাদাত৷ তখন তিনি একাদশ শ্রেণির ছাত্র ছিলেন৷

এরই মধ্যে কিশোর-কিশোরীদের সাইবার বুলিং থেকে রক্ষায় তার সেই অ্যাপ সারা দেশের জন্য তৈরির কাজ শুরু করেছেন৷ তার আশা, আগামী ছয় মাসের মধ্যে সারাদেশে অ্যাপটির সহায়তা পাওয়া যাবে৷ সাইবার টিন নামে একটি গ্রুপও গঠন করেছেন তিনি৷

২০১৮ সালে সাদাত তার আরো কয়েকজন বন্ধুর সহযেগিতায় ‘সাইবার টিন’ নামের অ্যাপটি তৈরি করেন৷ পিরোজপুরে সাইবার বুলিংয়ের শিকার হয়ে এক কিশোরীর আত্মহত্যার ঘটনা তার মনে গভীরভাবে দাগ কাটে৷ আর সেখান থেকেই অ্যাপটি তৈরির ভাবনা আসে৷ এর আগে তিনি নড়াইল ভলান্টিয়ার্স নামের একটি সংগঠন গড়ে তুলে সামাজিক নানা বিষয় নিয়ে কাজ করতেন সাদাত৷

সাদাত জানান, এই অ্যাপটি ডাউনলোড করে মোবাইল ফোনে ব্যবহার করা যায়৷ কোনো কিশোর-কিশোরী সাইবার বুলিংয়ের শিকার হলে এই অ্যাপের মাধ্যমে সহায়তা চাইতে পারেন৷ এরপর তারা যদি পুলিশের সহায়তার প্রয়োজন মনে করেন, তাহলে পুলিশকে জানান৷ কাউন্সেলিংয়ের প্রয়োজন হলে তা-ও করেন৷ তাদের এই কাজ এখন পর্যন্ত নড়াইলেই সীমবদ্ধ৷ তাদের ওয়েব সাইট ও ফেসবুক গ্রুপও আছে৷ সেখানেও সহায়তা চাওয়া যায়৷

আর এই অ্যাপই সাদাতকে আন্তর্জাতিক পুরস্কার পাইয়ে দেয় ২০২০ সালের নভেম্বরে, যা তিনি গ্রহণ করেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই'র হাত থেকে নেদারল্যান্ডস-এর হেগ শহরে৷ মালালা তখন তাকে ‘সত্যিকারের চেঞ্জ মেকার, অনুপ্রেরণা’ বলে অভিহিত করেন৷ কিডস রাইটস ফাউন্ডেশন পুরস্কার হিসেবে ব্যক্তিগতভাবে সাদাতের পড়ালেখার খরচ এবং তার প্রজেক্টের জন্য এক লাখ ইউরো দেয়৷ মালালা নিজেও ২০১৩ সালে এই পুরস্কার পেয়েছিলেন৷

সাদাত রহমান

সাদাত বলেন, ‘‘আমরা নড়াইলের বাইরে সহযোগিতা দিতে পারি না৷ কিন্তু সারাদেশ থেকেই আমাদের কাছে সহযোগিতার অনুরোধ আসে৷ আমরা তাদের সহযোগিতা করতে পারি না৷ কারণ নড়াইল জেলার এসপি সাহেব আমাদের সহায়তা করেন৷ অন্য জেলার পুলিশের সাথে আমাদের যোগাযোগ নেই৷ তাই ৬৪ জেলায়ই এখন নেটওয়ার্ক গড়ে তোলার কাজ করছি৷ অ্যাপ তৈরির কাজ করছি৷ এ কারণে বর্তমানে অ্যাপটি বন্ধ রেখেছি৷ এটা হলে সারাদেশেই সহযোগিতা করতে পারবো৷’’

৬৪ জেলার জন্য তাদের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাকে পুরস্কার প্রদানকারী কিডস রাইটস ফাউন্ডেশন, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, সেভ দ্য চিল্ড্রেন, ইয়াং বাংলাসহ আরো অনেকে৷ আইসিটি মন্ত্রণালয়ের সহায়তায় ঢাকায় কেন্দ্রীয় অফিস করা হয়েছে এবং যশোরে একটি আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হচ্ছে৷ এছাড়া দেশের ৬৪ জেলায়ই সাইবার বুলিং প্রতিরোধে স্কুল প্রোগ্রাম চালু হবে বলেও জানিয়েছেন সাদাত৷ তিনি আরো জানান এখন সাইবার টিন গ্রুপে কাজ করছেন মোট ২২ জন৷

সাদাত বলেন, ‘‘পুলিশ সদর দপ্তরের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে৷ আগামী রবিবার বৈঠক হতে পারে৷ ১০৯ (নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হেল্প ডেস্ক) এর সাথে আমরা কীভাবে যুক্ত হতে পারি, তা নিয়ে কথা হবে৷ আর অনেক বিষয়ের সমাধান আমাদের হাতে নেই৷ সেখানে পুলিশের সহায়তা দরকার৷’’

এ পর্যন্ত তাদের এই অ্যাপটি ২০ হাজার ডাউনলোড হয়েছে৷ এক হাজার ৫০০ জন সহায়তা চেয়েছেন৷  সরাসরি অভিযোগ করেছেন ৩৫০ জন৷ ২৪০টির বেশি ঘটনায় সমাধান দেয়া হয়েছে৷ সাইবার অপরাধে জড়িত আট জনকে চিহ্নিত করে পুলিশে দেয়া হয়েছে৷

সাদাত জানালেন, তার কাছে ফোনও আসে৷ গত সপ্তাহে এক কিশোরী তাকে ফোন করে হতাশায় আত্মহত্যা করবে বলে জানায়৷ সাদাত তাকে কাউন্সেলিং করে স্বাভাবিক করে তুলেছেন বলে জানান৷

বাবা-মায়ের একমাত্র সন্তান সাদাত বলেন, ‘‘এই কাজ করতে গিয়ে আমার নিজের পড়াশুনার কিছুটা ক্ষতি হয় সত্য৷ তারপরও তো মানুষের জন্য কাজ করতে হবে৷ তাই সব কিছু ম্যানেজ করে নিই৷’’

সাদাতের বাবা সরকারি চাকরি করেন৷ তিনি বদলি হয়ে এখন ঢাকায় এসেছেন৷ তাই ঢাকায় তার যোগাযোগ বেড়েছে৷ ভবিষ্যতে তিনি এই সাইবার বুলিং ও সাইবার ক্রাইমের বিরুদ্ধে আরো বড় কাজ করতে চান৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য