1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আঁতাত, গণজাগরণ মঞ্চ, হরতাল

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৯ সেপ্টেম্বর ২০১৪

জামাত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত৷ কিন্তু এ রায় নিয়ে চলছে নানা হিসেব-নিকেষ৷ গণজাগরণ মঞ্চ বলছে এটা আঁতাতের রায়৷ অন্যদিকে জামাত পালন করছে হরতাল৷

https://p.dw.com/p/1DFEy
Bangladesch Dhaka Gericht Kriegsverbrechen Delwar Hossain Sayeedi Protest gegen Urteil
ছবি: picture-alliance/dpa/Monirul Alam

গত বছরের ফেব্রুয়ারি মাসে ট্রাইব্যুনাল জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার পর, তার ফাঁসির দাবিতে ছাত্র-জনতার অংশগ্রহণে গড়ে উঠে শাহবাগের গণজাগরণ মঞ্চ৷ তাঁরা আন্দোলনে সফলও হয় তখন৷ কিন্তু কয়েকমাস আগে গণজাগরণ মঞ্চ তিন ধারায় বিভক্ত হয়ে যায়৷ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের প্রতি কামাল পাশার নেতৃত্বে একাংশ অনাস্থা জানিয়ে তাঁরাই গণজাগরণ মঞ্চের মূল শক্তি হিসেবে নিজেদের দাবি করেন৷ অন্যদিকে কয়েকটি ছাত্র সংগঠন নিয়ে ‘শাহবাগ আন্দোলন' নামে একটি আলাদা মঞ্চ তৈরি হয় বাপ্পাদিত্য বসুর নেতৃত্বে৷

বুধবার জামায়াতে ইসলামের নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর শাস্তি কমানোর রায়ের একদিন পর, অর্থাৎ বৃহস্পতিবার, ‘শাহবাগ আন্দোলন' শাহবাগে সাঈদীর ফাঁসির দাবিতে বিক্ষোভ-মিছিল করে৷ পরে এক সমাবেশে বাপ্পাদিত্য বসু দাবি করেন, ‘‘এই রায় আপোষের মধ্য দিয়ে হয়েছে৷ শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলন বিভক্ত হওয়ার কারণেই এই রায় দেয়ার সাহস করেছে৷''

Bangladesch Dhaka Gericht Kriegsverbrechen Delwar Hossain Sayeedi Protest gegen Urteil
শাহবাগে সাঈদীর ফাঁসির দাবিতে বিক্ষোভ-মিছিলছবি: picture-alliance/AP/A.M. Ahad

তিনি বলেন, ‘‘তাই এই পরিস্থিতিতে সকল ভেদাভেদ ভুলে গণজাগরণ মঞ্চের সকল পক্ষকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার আহ্বান জানাচ্ছি আমারা৷''

বুধবার রায়ের দিনই গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার একে ‘আঁতাতের রায়' বলে অভিহিত করেন৷ তিনিও সাঈদীর ফাঁসির দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের নামার আহ্বান জানান৷ একই কথা বলেন মঞ্চের একাংশের নেতা কামাল পাশা চৌধুরী৷ তিনিও রায়কে প্রত্যাখান করে ঐক্যবদ্ধ আন্দোলনের কথা বলেন৷

তবে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বৃহস্পতিবার বলেন, ‘‘আঁতাত শব্দটি আওয়ামী লীগের ডিকশনারিতে নেই৷ যাঁরা আঁতাতের কথা বলেন, তাঁরা ষড়যন্ত্রকারীদের একটি অংশ৷ আওয়ামী লীগ আঁতাতের রাজনীতি করে না৷''

তিনি বলেন, ‘‘আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে সাঈদীর মৃত্যুদণ্ড থেকে কারাদণ্ডের রায় মেনে নিতে পারি না৷ দেশের মানুষ হতাশ হয়েছে৷ তবে যেহেতু এটি সর্বোচ্চ আদালতের রায়, তাই এ রায় আমরা মেনে নিচ্ছি৷''

এদিকে এই রায়ের পর বিএনপি কোনো প্রতিক্রিয়া দেখায়নি৷ তবে তারা পরিস্থতি পর্যবেক্ষণ করছেন বলে কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে৷ "তাঁরা এখন দেখতে চান সরকারবিরোধী আন্দোলনে জামায়াত কী ভূমিকা নেয়৷ আর সেই ভূমিকাই প্রমাণ করবে এই রায়ের নেপথ্যে কিছু আছে কিনা৷''

অবশ্য বিএনপির এই আপাত নীরব ভূমিকা সহজভাবে নিচ্ছেন না সরকারি দলের নেতারা৷ তাঁরাও দেখতে চান জাময়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক শেষ পর্যন্ত কেথায় গিয়ে দাঁড়ায়৷ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘‘সাঈদীর রায়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নীরবতা আসলে তাঁর কৃতজ্ঞতার প্রকাশ৷ এতে প্রমাণ হয় যে, তিনি যুদ্ধাপরাধীদের পক্ষত্যাগ করেননি৷''

Bangladesch Dhaka Gericht Kriegsverbrechen Delwar Hossain Sayeedi Protest gegen Urteil
রায় নিয়ে প্রতিবাদ শুরু হলে পুলিশ টিয়ার গ্যাস, রাবার বুলেট ও জল কামাল ছোড়েছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

অন্যদিকে সাঈদীর শাস্তি কমলেও তাতে এখনো ‘নাখোশ' জামায়াতে ইসলামী বৃহস্পতিবার সারাদেশে ২৪ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করছে৷ হরতালে দিনের প্রথম ১২ ঘণ্টায় জামায়াত-শিবিরের অতীত রূপ দেখা যায়নি৷ সারাদেশে তারা নিরীহ হরতাল পালন করেছে৷ রবিবার আরো ২৪ ঘণ্টার হরতাল কর্মসূচি রয়েছে তাদের৷ তবে গত বছরের ২৮শে ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল সাঈদীকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়ার পর, রায়ের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সহিংস তাণ্ডব চালায় জামায়াত-শিবির৷ ঐ সহিংসতায় এতদিনেই ৭০ জন নিহত হন৷

জামায়াতের এই নিরীহ হরতালকে ‘খুশি'-র হরতাল বলে ব্যাখ্যা দিয়েছেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া৷ তিনি বলেছেন, ‘‘আদালতের দেয়া রায়ে মুক্তিযোদ্ধারা খুশি হতে পারে নাই, খুশি হয়েছে জামায়াত৷ তারা খুশি হয়েই আজকের এই হরতাল দিয়েছে৷ এই হরতাল জামায়াতের পিঠ বাঁচানোর হরতাল৷''

আরো রায় আসছে...

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম বৃহস্পতিবার শেষ হয়েছে৷ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ যে কোনো দিন রায় ঘোষণা করবে৷ এ নিয়ে ট্রাইব্যুনাল-১'এ চারটি মামলা রায়ের অপেক্ষায় থাকল৷

অপরদিকে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের আপিলের শুনানি বুধবার শেষ হয়েছে৷ যে কোনো দিন আপিলের রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ৷ মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকার পল্লবীতে গণহত্যার অভিযোগে গত ৯ই মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডের রায় দেয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য