1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাকার যুদ্ধাপরাধের খোঁজে রাউজানে তদন্ত দল

২৪ সেপ্টেম্বর ২০১০

সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধের তদন্তে রাউজান যাচ্ছে ট্রাইব্যুনাল দল৷ রয়েছে পাবনায় সরকারি কর্তাদের নির্যাতনের খবর৷ আর ডিভি-২০১২ লটারি ভিসার সময়সীমা নিয়ে প্রতিবেদন৷

https://p.dw.com/p/PLOy
ঢাকায় যুদ্ধাপরাধ ট্রাইবুনাল (ফাইল ফটো)ছবি: DW

সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিরোনাম, ‘ট্রাইবুনাল দল রাউজান যাচ্ছে শুক্রবার'৷ সালাউদ্দিন কাদের চৌধুরীর গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানে৷ শুক্রবার সকালে সেখানে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রতিনিধিরা৷ মূলত সাকার যুদ্ধাপরাধ তদন্তে এই উদ্যোগ নেওয়া হচ্ছে৷ একই বিষয়ে দৈনিক সমকালের শিরোনাম, ‘সাকার যুদ্ধাপরাধ তদন্তে ট্রাইবুনাল সদস্যরা চট্টগ্রামে'৷ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হত্যা, ধর্ষণ এবং লুটতরাজের অভিযোগ রয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে৷

পাবনায় সরকারি কর্তাদের নির্যাতন

ইত্তেফাক সহ কয়েকটি দৈনিক দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘চাকরি করতে এসেছি কী মার খাওয়ার জন্য'৷ বৃহস্পতিবার পাবনায় এক মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তারা তাঁদের ওপর নির্যাতনের নানা বিবরণ প্রকাশ করেন৷ গত শুক্রবার জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর নিয়োগ পরীক্ষা চলাকালে শতাধিক সন্ত্রাসী হামলা চালায় পাবনার সরকারি কর্মকর্তাদের ওপর৷ দৈনিক যুগান্তর বিষয়টিকে শিরোনামে ফুটিয়ে তুলেছে এভাবে, ‘পাবনায় সুশীল সমাজের সামনে কান্নায় ভেঙ্গে পড়লেন কর্মকর্তারা'৷ এদিকে সরকারি কর্মকর্তাদের নির্যাতনের অভিযোগে আটকদের মুক্তির দাবিতে পাবনায় বিক্ষোভ-সমাবেশ করেছে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা৷

ডিভি-২০১২ লটারি

দৈনিক প্রথম আলোর শিরোনাম, ‘ডিভি-২০১২ লটারি ভিসার রেজিস্ট্রেশনের সময়সীমা ঘোষণা'৷ আগামী ৫ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে ভিসা লটারির জন্য অনলাইনে রেজিষ্ট্রেশন করা যাবে৷ এবছরও বাংলাদেশের নাগরিকরা এই লটারিতে অংশ নিতে পারবেন৷ তবে, এজন্য শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে৷

হাসপাতালে অজ্ঞাত তরুণী

‘কে এই হতভাগ্য তরুণী' - শিরোনাম দৈনিক কালের কন্ঠের৷ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে অচেতন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক তরুণী৷ তাঁর বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে৷ ২১ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় মাথায় প্রচন্ড আঘাত পান তিনি৷ কিন্তু গুরুতর আহত এই হতভাগিনীর পরিচয় এখনো জানা যায়নি৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়