1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মিরাজ ক্রিকেট বিশ্ব শাসন করবে’

২১ অক্টোবর ২০১৬

বাংলাদেশ ক্রিকেটের নতুন সেনশেসন মেহেদী হাসান মিরাজ৷ ইংল্যান্ডের সঙ্গে চলমান টেস্টের প্রথম ইনিংসে ৮০ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি৷ অভিষেকে বাংলাদেশের কোনো বোলারের এটি দ্বিতীয় সেরা বোলিং৷

https://p.dw.com/p/2RWM4
Bangladesh Mehedi Hasan Miraz
মেহেদী হাসান মিরাজছবি: Picture-alliance/AP Photo/A.M. Ahad

সোহাগ গাজীর ৭৪ রানে ৬ উইকেট এখনো সেরা৷ বাংলাদেশ ক্রিকেটের নতুন সেনশেসন মেহেদী হাসান মিরাজ৷ ইংল্যান্ডের সঙ্গে চলমান টেস্টের প্রথম ইনিংসে ৮০ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি৷ অভিষেকে বাংলাদেশের কোনো বোলারের এটি দ্বিতীয় সেরা বোলিং৷ সোহাগ গাজীর ৭৪ রানে ৬ উইকেট এখনো সেরা৷

টেস্টের প্রথম দিনে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন মিরাজ৷ তাঁর এই পারফরম্যান্সের পর টুইটারে একটি ভিডিও শেয়ার করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, আইসিসি৷ চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে মিরাজের সাক্ষাৎকারের ভিত্তিতে ভিডিওটি তৈরি করেছিল তারা৷ সেখানে মিরাজকে আগামী দিনের তারকা হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়েছিল৷ মিরাজ কি ‘পরবর্তী সাকিব আল হাসান' হতে যাচ্ছেন কিনা সেই প্রশ্ন রেখেছিল আইসিসি৷

তবে মিরাজকে সাকিবের সঙ্গে মিলিয়ে দেখতে চান না নাজিমুজ্জামান আকাশ৷ ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘মেহেদী হাসান মিরাজ! ক্রিকেট বিশ্বের নতুন বিস্ময়ের নাম অবশ্যই৷ সবাই মিরাজকে দ্বিতীয় সাকিব বলছে৷ কিন্তু আমার কাছে সাকিব সাকিবই, মিরাজ মিরাজই৷ মিরাজ সাকিবের থেকেও ভালো কিছু করতে পারে৷ আবার সাকিবও মিরাজের থেকে ভালো কিছু করেছে৷ আমি বরাবরই কারো সাথে কারো তুলনা পছন্দ করিনা৷ তবে মিরাজ সাকিবের মতোই বাংলাদেশি হয়ে ক্রিকেট বিশ্ব শাসন করবে এটা আঁচ করতে দেরি হয়নি৷''

ফেসবুক, টুইটারে এখন চলছে মিরাজ বন্দনা৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মোহাম্মদ জালাল ইউনূস লিখেছেন, ‘‘একজন তারকার জন্ম হলো৷ এটি ধরে রেখো৷''

মিরাজের প্রশংসা করেছে বিবিসি স্পোর্ট'ও৷ তারা টুইটারে মিরাজের ছবি শেয়ার করে লিখেছে, ‘‘টেস্টের প্রথম দিনে একজন তারকার জন্ম হলো৷''

ইএসপিএন ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম লিখেছেন, টেস্টে মিরাজের সাফল্য প্রত্যাশিত ছিল৷

প্রায়ই একইরকম প্রতিক্রিয়া জানিয়েছেন সুমন হাসান৷ ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘মিরাজ তাই করেছে যা প্রত্যাশিত ছিল৷ ভুলে যাবেন না, মিরাজ যোগ্যতার প্রমাণ অনেক আগেই দিয়েছে৷ এই মিরাজই ছিল যুব বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক৷ নিজ যোগ্যতায় দলকে নিয়ে গিয়েছিল ফাইনাল পর্যন্ত৷ নিজে হয়েছিল টুর্নামেন্টের বেস্ট পারফর্মার৷''

এক টুইটার ব্যবহারকারী ক্রিকেট বিশ্বকে মিরাজের নাম স্মরণে রাখার পরামর্শ দিয়েছেন৷

আহনাফ শাকিল মিরাজের প্রতি শুভকামনা জানিয়েছেন৷

মো: মেহেদী জামানের আশা, অভিষেকে ভালো করা এবং পরবর্তীতে হারিয়ে যাওয়া অন্য ক্রিকেটারদের মতো মিরাজ হারাবে না৷

নুর নাহার টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন৷ সেখানে টেস্টের প্রথম দিন মিরাজ কীভাবে পাঁচ উইকেট নিয়েছেন তা দেখা যাচ্ছে৷

নুসরাত জাহান জেনি ২০১০ সালে তোলা মিরাজের একটি ছবি শেয়ার করেছেন৷ সেরা ক্রিকেটার হিসেবে আইসিসির সেই সময়কার প্রধানের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন তিনি৷

আপেল মাহমুদ মিরাজকে নিয়ে মাস কয়েক আগে প্রকাশ হওয়া একটি প্রতিবেদন ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘‘মিরাজরা কই থেকে এসে কী হয়ে যায় আর আমরা কথায় কথায় এটা নাই সেটা নাই বলে বাপ মায়ের উপর রাগ করে দু:খবিলাস করি৷ ভালোবাসা মিরাজ৷'' প্রতিবেদনটিতে শত বাধা পেরিয়ে আজকের মিরাজ হওয়ার গল্প উঠে এসেছে৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য