1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাকিব, তামিম বিহীন ভারত সফরের দল

২৯ অক্টোবর ২০১৯

সাকিব, তামিমকে বাদ দিয়ে ভারত সফরের টেস্ট দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড৷ টেস্টে নেতৃত্ব দিবেন মুমিনুল হক৷ অন্যদিকে টিটোয়েন্টিতে সাকিবের বদলে অধিনায়কত্ব দেয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে৷

https://p.dw.com/p/3S9ME
Cricket World Cup Bangladesch Indien
ছবি: Getty Images/D. Sarkar

৩ নভেম্বর টি টোয়েন্টির মধ্যে দিয়ে শুরু হবে ভারতে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ৷ তিনটি টি টোয়েন্টির পাশাপাশি অনুষ্ঠিত হবে দুইটি টেস্টও৷ তার জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷ আইসিসির নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না অধিনায়ক সাকিব আল হাসান৷ সেই সঙ্গে পারিবারিক কারণে খেলবেন না বলে আগেই জানিয়েছিলেন তামিম ইকবাল৷ তাদের বাদ রেখেই দল ঘোষণা করেছে বিসিবি৷ টেস্টে নেতৃত্ব দিবেন মুমিনুল হক৷ এ বিষয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘‘টেস্টে মুমিনুলের পারফরম্যান্স ভালো৷ সম্প্রতি 'এ' দলের হয়ে শ্রীলঙ্কা ও ভারত সফরে নেতৃত্ব দিয়েছে সে, ভালো করেছে সেখানে৷ এছাড়াও আমরা ভবিষ্যতের দিকেও তাকিয়েছি৷''

দলে নতুন যুক্ত হয়েছেন সাইফ হাসান৷ টেস্টে বাকিরা হলেন মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, লিটন দাস, নাঈম হাসান, এবাদত হোসেন, মাহমুদউল্লাহ, আবু জায়েদ চৌধুরী রাহী৷

টি টোয়েন্টি দল ঘোষণা করা হয়েছিল আগেই৷ সেখান থেকে অধিনায়ক সাকিবকে বাদ দেয়া হয়েছে৷ তার বদলে দলে ফিরেছেন তাইজুল ইসলাম৷ অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ৷ দলে বাকিরা হলেন মোহাম্মদ মিঠুন, লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, আবু হায়দার, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম৷

টি টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তিন, সাত ও দশ নভেম্বর৷ এরপর ১৪ নভেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ৷

এফএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম, দৈনিক কালের কণ্ঠ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান