1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভালো অবস্থানে বাংলাদেশ

১৭ মার্চ ২০১৭

আগের দিন দ্রুতগতিতে রান তোলার চেষ্টা করায় সাকিবের সমালোচনা হয়েছিল অনেক৷ তবে টেস্টের তৃতীয় দিনের শুরু থেকেই দেখেশুনে খেলছিলেন তিনি৷ ফলে টেস্ট ক্যারিয়ারে পঞ্চম শতকের দেখা পান সাকিব৷

https://p.dw.com/p/2ZP6y
Bangladesh Shakib Al Hasan
সাকিব আল হাসান (ফাইল ছবি)ছবি: Picture-Alliance/AP Photo/A. M. Ahad

ব্যাটিং-বোলিংয়ে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিবের ইনিংস ১১৬ রানে গিয়ে থেমেছে৷ ফলে ইতিহাসের অষ্টম ব্যাটসম্যান হিসেবে নিজ দেশের শততম টেস্টে শতক করার তালিকায় তাঁর নাম উঠে গেছে৷

টাইগারদের শততম টেস্টে অভিষেক হয়েছে মোসাদ্দেকের৷ টেস্ট শুরুর আগে তাঁকে টেস্ট ক্যাপ পরিয়ে দিয়েছিলেন সাকিব৷ তাঁর সঙ্গেই আজ দারুণ এক পার্টনারশিপ গড়ে তুলেছিলেন মোসাদ্দেক৷ অভিষেকেই তিনি অর্ধশতক পান৷ বাংলাদেশের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ৭৫ রানে৷

সাকিব আর মোসাদ্দেকের পাশাপাশি অধিনায়ক মুশফিক রহিমের ৫২ রানের ওপর ভর করে বাংলাদেশের রানের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৪৬৭-তে, অর্থাৎ শ্রীলঙ্কার চেয়ে ১২৯ রান এগিয়ে৷

এই নিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ বিদেশে খেলতে গিয়ে কোনো টেস্টের প্রথম ইনিংসে লিড নিতে পেরেছে৷ এর আগে ২০১৩ সালে শ্রীলঙ্কারই গলেতে এই কৃতিত্ব দেখিয়েছিল টাইগাররা৷

তবে দিনের শেষ ১৩ ওভারে বাংলাদেশের এই লিডটা কমিয়ে এনেছেন লংকান দুই ওপেনার৷ দিমুথ করুনারত্নে আর উপুল থারাঙ্গা দুজনেই ২৫ রানে অপরাজিত আছেন৷ ফলে শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে ৫৪৷ অর্থাৎ টাইগাররা চতুর্থদিন শুরু করবে ৭৫ রানের লিড নিয়ে৷

জেডএইচ/ডিজি (এএফপি, ইএসপিএনক্রিকইনফো)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য