1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাতক্ষীরার দুই রাজাকারের ফাঁসির রায়

২৪ মার্চ ২০২২

মুক্তিযুদ্ধের সময় সাতক্ষীরায় হত্যা ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সাবেক এমপি আব্দুল খালেক মণ্ডল এবং খান রোকনুজ্জামানকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত৷

https://p.dw.com/p/48xti
ছবি: picture-alliance/dpa

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার  বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার রায়টি ঘোষণা করে৷

রায়ের সময় দুই আসামির মধ্যে আদালতে উপস্থিত ছিলেন আব্দুল খালেক মণ্ডল৷ মামলার শুরু থেকেই পলাতক অপর আসামি রোকনুজ্জামান৷ একাত্তরে সাতক্ষীরায় রাজকার বাহিনীর সংগঠক ছিলেন খালেক মণ্ডল এবং ওই বাহিনীর সদস্য ছিলেন রোকনুজ্জামান৷

বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগিতায় সাতক্ষীরার বিভিন্ন এলাকায় তাদের করা যুদ্ধাপরাধমূলক ঘটনার তথ্য উঠে এসেছে মামলার বিচারে৷

দুই আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মোট ছয়টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনেছিল প্রসিকিউশন৷ তার সবগুলোই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে জানিয়েছে ট্রাইব্যুনাল৷ ২০৮ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়ে শোনান ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম৷ রায়ে খালেক ও রোকনুজ্জামান দুজনকেই তিনটি করে অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়৷

খালেক মণ্ডলের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সোবহান তরফদার৷ পলাতক আসামি খান রোকনুজ্জামানের পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিয়োজিত আইনজীবী গাজী এম এইচ তামিম৷ রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন৷

গত বছরের ২১ নভেম্বর প্রসিকিউশন ও আসামিক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের পর্যায়ে আসে৷

২০১৫ সালে এ মামলা হওয়ার পর ২০১৮ সালের ৫ মার্চ অভিযোগ গঠন করে বিচার শুরু করে ট্রাইব্যুনাল৷ তখন আসামি ছিল চারজন৷ তাদের মধ্যে আব্দুল্লাহ আল বাকী এবং জহিরুল ইসলাম ওরফে টিক্কা খান বিচারাধীন অবস্থায় মারা যান৷

আর তদন্তের সময়ই গ্রেপ্তার করা হয় বাকি দুই আসামির মধ্যে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাতক্ষীরা সদর আসনের সাবেক এমপি আব্দুল খালেক মণ্ডলকে৷ এখনও পলাতক খান রোকনুজ্জামান৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য