1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘পচা আপেল’ নিয়ে তদন্ত

২ জুলাই ২০১৪

চূড়ান্ত হতাশার পর এখন দলের সাতজনের দিকে সন্দেহের আঙুল৷ এক থলে আপেলে অর্ধেকেরও বেশি পচা হলে যেমন লাগে, ক্যামেরুন দল নিয়ে ঠিক সেরকমই একটা অবস্থা দেশটির ফুটবল ফেডারেশনের৷

https://p.dw.com/p/1CTiH
ছবি: Getty Images

বিশ্বকাপে ক্যামেরুনের ম্যাচ পাতানো নিয়ে তাই তদন্তে নামছে তারা৷ ব্রাজিল বিশ্বকাপে সত্যিই হতাশা উপহার দিয়েছে ক্যামেরুন৷ মাঠে খেলোয়াড়দের মাঝে শৃঙ্খলার লেশমাত্র ছিল না৷ ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ চলার সময় নিজেদের মধ্যে প্রায় মারামারি শুরু করে দিয়েছিলেন ক্যামেরুনের দুই খেলোয়াড়৷ সমর্থকদের লজ্জায় ডোবানো এ ঘটনা দিয়েই সব শেষ হলে তবু কথা ছিল৷ সঙ্গে প্রিয় দলের বিরুদ্ধে ওঠা ম্যাচ পাতানোর অভিযোগের অস্বস্তিও মানতে হচ্ছে সমর্থকদের৷ ক্রোয়েশিয়ার বিপক্ষে ক্যামেরুন মাঠে নামার আগেই জার্মানির এক পত্রিকায় ছাপা হয়ে যায় সম্ভাব্য ফলাফল৷ সিঙ্গাপুরের এক বাজিকরের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি লিখে দেয়, ম্যাচে ক্রোয়েশিয়া ৪-০ গোলে জিতবে এবং ক্যামেরুনের এক খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হবে৷

আশ্চর্যের বিষয় হলো, ঠিক ৪-০ গোলেই ক্রোয়েশিয়ার কাছে হেরে যায় ক্যামেরুন৷ ম্যাচের এক পর্যায়ে ক্রোয়েশিয়ার এক খেলোয়াড়ের পিঠে কনুই চালিয়ে লাল কার্ড দেখে মাঠ ছেড়ে যান অ্যালেক্স সং৷

নয় গোল খেয়ে একটা মাত্র গোল করা এবং তিন ম্যাচের সবগুলো হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়া দল নিয়ে ক্যামেরুনের ফুটবল ফেডারেশন ‘ফেকাফুট'-ও পড়েছে অস্বস্তিতে৷ এক বিবৃতিতে ফেকাফুট জানিয়েছে, যাঁরা ম্যাচ পাতানোয় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে তাঁদের বিষয়ে তদন্ত করা হবে৷ ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘‘বিশ্বকাপে তিনটি ম্যাচ, বিশেষ করে ক্যামেরুন-ক্রোয়েশিয়া ম্যাচ এবং ‘দলে থাকা' সাতটি পচা আপেলকে নিয়ে শিগগিরই তদন্ত শুরু হবে৷'' জার্মানির পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছিল, ক্যামেরুন দলের সাতজন খেলোয়াড় ম্যাচ পাতানোয় জড়িত৷ সেই সাতজনকে ‘পচা আপেল' হিসেবে উল্লেখ করে ফেকাফুট জানায়, ক্যামেরুন গত ৫৫ বছরে কখনো ম্যাচ পাতানো সংক্রান্ত অভিযোগের কালোছায়ায় পড়েনি, এবারের অভিযোগ সত্যি হলে দোষীদের কেউ ক্ষমা পাবে না৷

সং-এর কনুইয়ের আঘাতে মাটিতে শুয়ে পড়ছেন ক্রোয়েশিয়ার খেলোয়াড়
ছবি: picture-alliance/AP

মাঠে শৃঙ্খলা ভঙ্গ করা খেলোয়াড়রাও আসছেন শাস্তির আওতায়৷ সেক্ষেত্রে বেনোয়া আসু-একতো আর বেঞ্জামাঁ মুকঞ্জো-রও শাস্তি হওয়ার কথা৷ ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ চলার সময় বচসায় লিপ্ত হয়েছিলেন ক্যামেরুনের এই দুই খেলোয়াড়৷ এক পর্যায়ে বেঞ্জামাঁ-র বুকে ঢুঁশ মেরে বসেন বেনোয়া আসু-একতো! প্রতিপক্ষের সঙ্গে মারামারি, বিশ্বকাপ ফাইনালে ইটালির মাতেরাৎসির বুকে জিনেদিন জিদানের ঢুঁশ আগেই দেখেছে বিশ্বকাপ৷ ব্রাজিলে এবার সতীর্থের বুকে আরেক সতীর্থের ঢুঁশ মারাও দেখা হলো! আসু-একতো কী সাজা পান সেটাই এখন দেখার বিষয়৷

এসিবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য