1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাত দিনের ফুটবল ম্যাচ!

৬ জুন ২০১৯

টানা ১৬৮ ঘন্টার ফুটবল ম্যাচ খেলে রেকর্ড করেছে জার্মানির দু'টি ক্লাব৷ এর আগে সবচেয়ে বেশি সময় ধরে চলা ফুটবল ম্যাচের স্থায়িত্ব ছিল ১০৮ ঘন্টা৷

https://p.dw.com/p/3Jwes
Symbolbild Guinness-Buch der Rekorde
ছবি: picture-alliance/dpa/I. Fassbender

২৯ মে থেকে ৫ জুন পর্যন্ত এই ম্যাচটি অনুষ্ঠিত হয় দক্ষিণ-পশ্চিম জার্মানির ‘স্পোর্টসফ্রয়েন্ডে জাংক্ট ভেন্ডেল-ভিন্টারবাখ' এবং ‘থ্যাংক গড ইটস ফ্রাইডে ইভেন্ট ক্লাব'-এর মধ্যে৷ প্রত্যেক দল এক হাজার ৮০২টি করে গোল করায় খেলাটি ড্র হয়েছে৷

এর আগে টানা ১০৮ ঘন্টা খেলে সবচেয়ে বড় ম্যাচের রেকর্ড ছিল দু'টি ব্রিটিশ দলের৷ দু'দিন হাতে রেখে ৩ জুন সেই রেকর্ড অতিক্রম করেছে জার্মানির ক্লাব দু'টি৷

‘‘আমরা আগের রেকর্ড থেকে অনেক দূর এগিয়ে যেতে চেয়েছিলাম, যাতে ভবিষ্যতে কেউ এতো লম্বা ম্যাচ খেলার চিন্তাও না করে,'' জার্মান বার্তা সংস্থা ডিপিএ-কে বলেছেন ম্যাচটির অন্যতম আয়োজক থমাস হ্যান্ডলে৷

ছয়দিনের এই ম্যাচে প্রত্যক দলে ১৮ জন করে খেলেছেন৷ প্রতি এক ঘন্টা পর ৫ মিনিট করে বিরতি দেয়া হতো৷ তবে শর্ত ছিল, কোনো খেলোয়াড় ম্যাচের সময়ে মাঠ ত্যাগ করতে পারবেন না৷

‘গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে' নাম লেখানোর অপেক্ষায় আছে জার্মানির ওই দুই ক্লাব৷ কারণ সবচেয়ে বেশি সময় ধরে ফুটবল খেলার আনুষ্ঠানিক স্বীকৃতিটি এখনো মেলেনি৷

এমবি/কেএম (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য