1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাত ম্যাচে পরপর হার, অস্ট্রেলিয়ার দর্পচূর্ণ

৬ নভেম্বর ২০১০

অস্ট্রেলিয়ার দর্পচূর্ণ হওয়ার আর কিছু বাকি রইল না৷ পরপর সাতটা পরাজয়৷ এবার শ্রীলঙ্কার কাছে শোচনীয় হার ২৯ রানে৷ এমন ধারাবাহিক পরাজয়ে অসিরা তাই বিপর্যস্ত৷

https://p.dw.com/p/Q0F2
অসি অধিনায়ক রিকি পন্টিংছবি: AP

ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ফলাফল

বৃষ্টিভেজা খেলা৷ ফলাফল তাই এসেছে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে৷ শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ৪১ ওভার পর্যন্ত খেলার পর বৃষ্টি নামে৷ তখন তাদের সংগ্রহ ৩ উইকেটে ২১৩ রান৷ বৃষ্টিতে খেলার সময় নষ্ট হওয়ায় অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৯ ওভারে ২৪৪ রান৷ সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে ৩৭ ওভারে ২১০ রানেই মুড়িয়ে যায় অস্ট্রেলিয়া৷

অ্যাশেজের আগেই বিপন্ন অসিরা

অস্ট্রেলিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাশেজ ট্রফি শুরু হবে ২৫ নভেম্বর থেকে৷ কিন্তু যেভাবে ধারাবাহিক ভাবে হেরে চলেছে অস্ট্রেলিয়া, তাতে সেখানে বিশেষ কিছু করতে পারবে বলে মনে হচ্ছে না৷

হারের শুরু পাকিস্তানের কাছে

সেটাই শুরু৷ গত জুলাইয়ে৷ দীর্ঘদিনের বিশ্বজয়ী অস্ট্রেলিয়াকে হেডিংলেতে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টম্যাচ হেরে শুরু করতে হয়েছিল সেই যাত্রা৷ তারপর ভারতের বিরুদ্ধে পরপর দুটি টেস্টে পরাজয়, একটি টোয়েন্টি টোয়েন্টি আন্তর্জাতিক আর পরপর তিনটে ওডিআই বা একদিনের আন্তর্জাতিক৷ যার শেষটা হল শুক্রবার, শ্রীলঙ্কার বিরুদ্ধে৷ আর আগামীকাল রবিবার ব্রিসবেনের ওডিআই টাও যদি শ্রীলঙ্কা জিতে যায়, তাহলে সিরিজটাও গোহারা হারবে অস্ট্রেলিয়া৷ ৩-০৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আরাফাতুল ইসলাম