1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কম্পিউটার কাদের জন্য?

মানুয়েলা কাসপার-ক্লারিজ/এসি২৩ ডিসেম্বর ২০১৫

মেক্সিকোর সাধারণ মানুষ, বিশেষ করে নারীদের অনেক ক্ষেত্রে কম্পিউটার বা ইন্টারনেটের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না৷ এক মার্কিন শিক্ষিত মেক্সিকান তরুণ সেই ফাঁকটাই পূরণ করার চেষ্টা করছেন৷

https://p.dw.com/p/1HRk7
Symbolbild Iran Frauen Computer
ছবি: Henghameh Fahimi/AFP/Getty Images

সমাজকর্মী মোয়াস খেরেম-এর মেক্সিকোয় যে বস্তুটি ভালো লাগে, সেটি হলো, রাস্তার মোড়ে মোড়ে খাবার দোকান – যেমন কানকুনে৷ এই সব দোকানিরা ছোট ব্যবসায়ী৷ মহিলারা নিজের হাতে খাবার তৈরি করে থাকেন৷ তাদের ইন্টারনেট অ্যাক্সেস বা কম্পিউটার আছে কিনা – জিজ্ঞাসা করলেন মোয়াস৷ মহিলা জানালেন, ‘‘সখ তো ছিল, কিন্তু সামর্থ্য কই?’’

বিশেষ করে দরিদ্র এলাকাগুলিতে আধুনিক প্রযুক্তির দেখা পাওয়া ভার৷ যেখানে প্রযুক্তি নেই, সেখানে তথ্যপ্রযুক্তিও নেই৷ মোয়াস খেরেম সেটা বদলানোর চেষ্টা করছেন৷ তাঁর কোম্পানি গোটা মেক্সিকোয় মোট ৭০টি স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছে৷ মোয়াস জানালেন, ‘‘ইন্টারনেট আছে – শুনতে ভালো লাগে৷ কিন্তু অনেকেই নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত নন৷ এই মহিলা আমাদের কোনো শিক্ষাকেন্দ্রে প্রশিক্ষণ পেতে পারতেন৷ উনি আসলে গৃহিণী; আমি ওনাকে বুঝিয়েছি, মা ও বাচ্চাদের জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা আছে৷ মায়েরা যান একটি কোর্সে, বাচ্চারা যায় আরেকটি কোর্সে৷ সকলেই আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে শেখে৷''

07.10.2015 DW Global 3000 SEMois
সমাজকর্মী মোয়াস খেরেমছবি: DW

মোয়াস সহজেই মানুষের সঙ্গে আলাপ করতে পারেন, সে যেখানেই হোক৷ পড়াশুনো করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, খরচ দিয়েছেন বাবা-মা৷ মেক্সিকোর সব মানুষ অত ভাগ্যবান নন৷ প্রতি একশ স্কুলের ছাত্রছাত্রীর মধ্যে মাত্র ২৫ জন ফাইনাল পরীক্ষা অবধি টিকে থাকে৷ কলেজে পড়া মাত্র ১৩ শতাংশের৷ অথচ ভালো চাকরি পেতে গেলে পড়াশুনা করা দরকার৷

এনোভা'

মোয়াস খেরেম আমাদের একটি ইন্টারনেট কাফেতে নিয়ে গেলেন৷ এখানে কচিকাঁচা, কিশোর-কিশোরীরাও ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায়৷ খেলা দিয়ে শুরু৷ ছোটরা আসলে মজা পেতে চায়৷ মোয়াস খেরেম সেই মজার সঙ্গে শিক্ষা এবং তথ্য যোগ করতে চান৷ কাজেই তিনি ও তাঁর বন্ধুরা মিলে ‘এনোভা' কোম্পানিটি প্রতিষ্ঠা করেছেন৷ মোয়াস বললেন, ‘‘কোনো বাচ্চার যদি স্কুলে অঙ্কের বিষয়টিতে অসুবিধা থাকে, তাহলে সে আধুনিক প্রযুক্তি ও আমাদের শিক্ষকদের সাহায্য নিয়ে আরো সহজে অঙ্ক শিখতে পারবে৷ অন্য সব পাঠ্য বিষয়ের ক্ষেত্রেও যা প্রযোজ্য৷ প্রাপ্তবয়স্করা ইন্টারনেট থেকে শেখেন কাজের ধরন বা কী করে উৎপাদন বাড়ানো যায়৷ ফলে চাকরি পেতে সুবিধা হয়৷''

মেক্সিকো আজ শিক্ষাখাতে বেশি বিনিয়োগ করে থাকে, তা সত্ত্বেও ধনী-দরিদ্রের মধ্যে বিপুল ফারাক থেকে যায়৷ মোয়াস খেরেম-এর মতে, শিক্ষা বাবা-মা'র আয়ের উপর নির্ভর হওয়া উচিত নয়৷ মোয়াস যে শিক্ষা দেন, তা সকলেই পেতে পারে৷ স্পন্সররা সাহায্য করেন, ‘এনোভা'-র বাজেট বছরে দেড় কোটি মার্কিন ডলার – খুব কম নয়৷ মোয়াস-এর শিক্ষাকেন্দ্রগুলিতে লক্ষাধিক মেক্সিকান প্রশিক্ষণ পেয়েছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান