1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সানড্যান্স চলচ্চিত্র উৎসব কাঁপালেন কলকাতার গোয়েন্দা রাজেশ

৩০ জানুয়ারি ২০১১

কলকাতার পটভূমিকায় তৈরি ব্রিটিশ তথ্যচিত্র ‘দ্য বেঙ্গলি ডিটেকটিভ’ অ্যামেরিকার সানড্যান্স চলচ্চিত্র উৎসবে সাড়া তুলেছে৷

https://p.dw.com/p/107N3
ব্রিটিশ তথ্যচিত্র ‘দ্য বেঙ্গলি ডিটেকটিভ’ছবি: Sundance Film Festival

কান, ভেনিস, বার্লিনের চলচ্চিত্র উৎসবের কথা কে না জানে? কিন্তু আন্তর্জাতিক স্তরে কিছু ব্যতিক্রমী উৎসবও অনুষ্ঠিত হয়, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সানড্যান্স চলচ্চিত্র উৎসব৷ বাণিজ্যিক ছবি নয়, ‘ইন্ডিপেন্ডেন্ট সিনেমা'র জন্যই মঞ্চ তৈরি করে দেয় এই উৎসব৷

ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক ফিলিপ কক্স কলকাতার পটভূমিকায় এক তথ্যচিত্র তৈরি করেছেন, যার নাম ‘দ্য বেঙ্গলি ডিটেকটিভ'৷ ছবির প্রধান চরিত্র রাজেশ, যিনি এক পেশাদার গোয়েন্দা৷ পুলিশের উপর ভরসা হারিয়ে সমাজের প্রায় সব শ্রেণির মানুষই রাজেশের মতো গোয়েন্দার শরণাপন্ন হয়৷ তবে তাঁর মক্কেলদের মধ্যে মধ্যবিত্তের সংখ্যাই বেশি৷ মধ্যবিত্ত শ্রেণির দৃষ্টিতে আজকের ভারতের চালচিত্র তুলে ধরতে চেয়েছেন কক্স৷ গোয়েন্দাগিরি রাজেশের পেশা হলেও নাচই হলো তাঁর আসল নেশা৷ সত্যি কথা বলতে কি, গোয়েন্দা হিসেবে রাজেশ মোটেই শার্লক হোমস বা ফেলুদার মতো সফল নয়৷ কিন্তু তার পরেও সবারই পছন্দের পাত্র রাজেশ৷

‘দ্য বেঙ্গলি ডিটেকটিভ' উৎসবে বেশ সাড়া ফেলেছে৷ ‘স্লামডগ মিলিয়নেয়ার'এর প্রযোজক সংস্থা টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স এই তথ্যচিত্র অবলম্বনে পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি করতে আগেভাগেই সত্ত্ব কিনে ফেলেছে৷ সেই প্রকল্পে কক্সও অংশ নেবেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: জাহিদুল হক