1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সানাউল্লাহ হত্যা মামলায় জামিন নিয়ে প্রশ্ন হাইকোর্টের

১৪ মার্চ ২০১১

সানাউল্লাহ নূর হত্যা মামলার আসামীদের জামিন নিয়ে প্রশ্ন হাইকোর্টের৷ ইউনূসের পক্ষে বিএনপি’র আন্দোলন এবং আজ হল্যান্ড বনাম টাইগারদের লড়াই৷ সোমবারের পত্রপত্রিকার মনোযোগ এসব দিকেই৷

https://p.dw.com/p/10YZx
ছবি: DW/Harun Ur Rashid Swapan

সানাউল্লাহ হত্যা মামলার আসামীদের জামিন নিয়ে হাইকোর্টের প্রশ্ন

বিডিনিউজ টোয়েন্টিফোর তাদের শীর্ষ সংবাদে জানাচ্ছে, সানাউল্লাহ নূর হত্যা মামলার ১১ আসামিকে জামিন দেওয়ার এক সপ্তাহের মাথায় নিজের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে এক হাইকোর্ট বেঞ্চ৷ ওই ১১ আসামির জামিন কেন বাতিল করা হবে না - তা জানাতে আসামিদের দু'সপ্তাহ সময় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ রোববার এই স্ব-প্রণোদিত আদেশ দিয়েছেন৷ ওই বেঞ্চ থেকেই গত ৬ মার্চ জামিন পান সানাউল্লাহ হত্যা মামলার ১১ আসামি৷ নাটোর কারাগারে থাকা ওই আসামিরা গত ১০ মার্চ মুক্তি পান৷
ইউনূসের জন্য লড়তে তৈরি বিএনপি

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদকে ইউনূসকে অপসারণের সরকারি পদক্ষেপের বিরুদ্ধে চট্টগ্রামে আন্দোলনের ঘোষণা করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী৷ বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, গ্রামীণ ব্যাংক ‘কুক্ষিগত' করতে চায় সরকার৷ ইউনূসকে অপসারণের ফলে গ্রামীণ ব্যাংক অস্তিত্বের সঙ্কটে পড়বে৷ জাতীয় প্রেসক্লাবে রোববার এক গোলটেবিল আলোচনায় চট্টগ্রাম মহানগর বিএনপি'র সভাপতি খসরু তাঁর জেলায় ইউনূসের পক্ষে কর্মসূচি পালনের ঘোষণা করেন৷ নোবেলজয়ী ইউনূসের বাড়িও চট্টগ্রামে৷ কর্মসূচির মধ্যে মানববন্ধন, কালো পতাকা মিছিল ও হরতালও থাকবে বলে আভাস দেন খসরু৷ তবে কবে কর্মসূচি পালিত হবে তা বলেননি তিনি৷

আজ হল্যান্ডের বিরুদ্ধে জিততে বদ্ধপরিকর টাইগাররা

হল্যান্ড বনাম বাংলাদেশের খেলা নিয়ে আজ মোটের ওপর সরগরম পত্রপত্রিকার জগৎ৷ বিশেষ করে হল্যান্ড দুর্বল দল হলেও তাদের ছোট করে দেখছে না টাইগাররা, এর উল্লেখ রয়েছে সর্বত্রই৷ কালের কন্ঠ পত্রিকার শিরোনাম, আরেকটি সোনালি দিনের অপেক্ষায়৷ বিডিনিউজ টোয়েন্টিফোর বলছে, নেদারল্যান্ডসকে হালকাভাবে নিচ্ছেন না বাংলাদেশের কোচ সিডন্স৷ আর ইত্তেফাকের বক্তব্য, বিশ্বকাপে টিঁকে থাকতে হলে আজ জিততেই হবে টাইগারদের৷

গ্রন্থনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: রিয়াজুল ইসলাম