1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাবধান, আইপ্যাডে গণ্ডগোল!

১০ জুন ২০১০

আইপ্যাড ব্যবহারকারীরা সাবধান হয়ে যান৷ কারণ আপনাদের ই-মেল ঠিকানা ও ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেতে পারে৷ আর তাহলে তো হ্যাকারদের পোয়াবারো৷

https://p.dw.com/p/NmyK
প্রাথমিক উচ্ছ্বাস কেটে যাওয়ার পর এবার কিছু দুর্বলতা চোখে পড়ছেছবি: DPA

সম্প্রতি হ্যাকারদের একটি গ্রুপ দাবি করেছে, অ্যামেরিকার এটিঅ্যান্ডটি'র মাধ্যমে যে সব আইপ্যাড ব্যবহারকারী অনলাইনে থাকছেন, তাদের মধ্যে ১ লাখ ১৪ হাজারের বেশি ব্যক্তির ই-মেল ঠিকানা আর ব্যক্তিগত তথ্য তারা পেয়ে গেছেন৷ এদের মধ্যে কারা রয়েছেন নাম শুনবেন তাদের? রয়েছেন নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ, হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ ব়্যাম ইমানুয়েল, নিউ ইয়র্ক টাইমসের উপপ্রধান নির্বাহী জ্যানেট রবিনসন৷

তাদের মতোই সেনেট, প্রতিনিধি পরিষদ, নাসা, পেন্টাগন, সিটি গ্রুপ, জাতীয় নিরাপত্তা দপ্তরের অনেক কর্মকর্তাই রয়েছেন এখন হ্যাকিংয়ের ঝুঁকিতে৷

বিষয়টি স্বীকার করেছে এটিঅ্যান্ডটিও৷ এটি যে তাদের ভাবিয়ে তুলেছে, তাও জানিয়েছে যুক্তরাষ্ট্রে টেলিফোন ও ইন্টারনেট সেবাদানকারী পুরোধা এ প্রতিষ্ঠান৷ এটিঅ্যান্ডটির মুখপাত্র মার্ক সেগাল বুধবার এক ই-মেল বার্তায় সংবাদ সংস্থাগুলোকে বলেন, সোমবার বিষয়টি নজরে আসার পর প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায় থেকে তা দ্রুত সমাধান করতে বলা হয়৷ নিরাপত্তা ব্যবস্থার এ দুর্বলতার জন্য গ্রাহকদের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, মঙ্গলবারের মধ্যেই এর সুরাহা করা হয়েছে৷ তবে যেসব ই-মেল ঠিকানা প্রকাশ হয়ে গিয়েছিলো, সেসব ঠিকানার বিভিন্ন তথ্য আমাদের মুছে ফেলতে হচ্ছে৷ কীভাবে এ সমস্যাটি হলো, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানালেন সেগাল৷

অ্যাপল গত এপ্রিল মাসে আইপ্যাড বাজারে ছাড়ার পর দ্রুতই তা জনপ্রিয় হয়ে ওঠে৷ ট্যাবলেট কম্পিউটার নামে পরিচিত আইপ্যাডের বিক্রি দুই মাসেই ২০ লাখ ছাড়িয়ে যায়৷ তবে ই-মেল ঠিকানা প্রকাশ হয়ে যাওয়ার বিষয়ে আপাতত কিছু বলতে নারাজ অ্যাপল৷

হ্যাকারদের যে গ্রুপটি পুরো ঘটনার হোতা, তারা নিজেদের পরিচয় দিচ্ছে ‘গোটসে সিকিউরিটি' নামে৷ এর আগে ফায়ারফক্স এবং সাফারি ওয়েব ব্রাউজারের নিরাপত্তা ব্যবস্থার গলদ বের করেছিলো তারা৷

সিলিকন ভ্যালির ভ্যালিওয়েগ ওয়েবসাইটের খবর, এটিঅ্যান্ডটির নেটওয়ার্কে যুক্ত হতে গ্রাহকদের যে নম্বর দিয়ে ঢুকতে হয়, তাই পেয়ে গিয়েছিলো হ্যাকাররা৷ তবে গ্রাহকদের আশ্বস্ত করে এটিঅ্যান্ডটি বলছে, কোনো গ্রাহকের তথ্য পাচার হয়নি৷ আর গ্রাহকদের নম্বর আপাতত আগেরটিই থাকছে বলে জানালেন মুখপাত্র সেগাল৷

সমস্যার সমাধান করা গেছে- এটিঅ্যান্ডটি একথা বললেও আইপ্যাডের জনপ্রিয়তা বাড়তে থাকার সময়, অ্যাপলের জন্য যে এটি বিশাল ধাক্কা, তা বলাই যায়৷

প্রতিবেদন: মনিরুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন