1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাবধান! ফেসবুকে পাসওয়ার্ড চুরির ভাইরাস

১৮ মার্চ ২০১০

ফেসবুকের ৪০০ মিলিয়ন ব্যবহারকারীকে এবার লক্ষ্যবস্তু বানালো হ্যাকাররা৷ উদ্দেশ্য এসব ব্যবহারকারীর পাসওয়ার্ড এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ৷ আর তাই পাসওয়ার্ড চুরির এক অভিনব পন্থা বের করেছে তারা৷ জানাচ্ছে ম্যাকাফি৷

https://p.dw.com/p/MVtH
ফাইল ফটোছবি: dpa

এন্টি ভাইরাস সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকাফি জানায়, হ্যাকররা ফেসবুক ব্যবহারকারীদের কাছে ই-মেল পাঠাচ্ছে যাতে লেখা আছে - ‘আপনার ফেসবুক অ্যাকাউন্ট নতুন করে সাজানো হয়েছে'৷ শুধু তাই নয়, কথিত নতুন অ্যাকাউন্টে ঢোকার পাসওয়ার্ড পেতে ই-মেলে সংযুক্ত একটি ফাইলের উপর ক্লিক করতেও বলা হচ্ছে৷

ম্যাকাফি'র দাবি, কেউ যদি সংযুক্ত ফাইলটি কম্পিউটারে চালু করে তাহলে তা অনেক ক্ষতিকর সফটওয়্যার কম্পিউটারে ঢুকিয়ে দেবে, যার মধ্যে পাসওয়ার্ড চুরির প্রোগ্রামও রয়েছে৷

বলাবাহুল্য, ফেসবুক ব্যবহারকারীদের বিপদে ফেলতে হ্যাকারদের এই চেষ্টা নতুন নয়৷ এর আগেও তাদেরকে দেখা গেছে ফেসবুকের অভ্যন্তরীণ বার্তা সেবা ব্যবহার করে নানা জনকে বিব্রত করতে৷ তবে এবার তারা বেছে নিয়েছে ব্যবহারকারীদের আসল ই-মেল অ্যাড্রেস৷

ফেসবুক মুখপাত্র এই বিষয়টি নিয়ে কথা বলতে রাজি নয়৷ অবশ্য, বুধবার সংস্থাটি তাদের ওয়েবসাইটে হ্যাকারদের ই-মেলের এ বিষয়টি নিজেরাই জানিয়েছে৷ এবং ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে এধরণের ই-মেল পাবার সঙ্গে সঙ্গে তা মুছে ফেলতে, একইসঙ্গে বন্ধুদেরকেও বিষয়টি সম্পর্কে সতর্ক করতে৷

ম্যাকাফি জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত যে তথ্য তাদের কাছে আছে তাতে হ্যাকররা ফেসবুক সংক্রান্ত এই মেলটির কয়েক মিলিয়ন কপি ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং এশিয়া অঞ্চলে ছড়িয়ে দিয়েছে৷ সংস্থাটির উর্ধ্বতন কর্মকর্তা ডেভ মার্কোস আশা করছেন, এভাবে হ্যাকাররা কয়েক মিলিয়ন কম্পিউটারে দখল নিতে পারবে৷ তিনি বলেন, ‘‘ফেসবুকের প্রায় ৪০০ মিলিয়ন ব্যবহারকারীর মধ্যে যদি ১০ শতাংশও এই অ্যাটাচমেন্ট খোলার চেষ্টা করে, তাহলেও ৪০ মিলিয়ন মানুষের ক্ষেত্রে হ্যাকাররা সাফল্য পাবে৷''

মার্কোস জানান, ‘‘হ্যাকারদের ই-মেলটির শিরোনাম হচ্ছে, ‘ফেসবুক পাসওয়ার্ড রিসেট কনফার্মেশন কাস্টমার সাপোর্ট'''৷ তবে হ্যাকাররা ফেসবুক ব্যবহারকারীদের এত ই-মেল ঠিকানা যোগাড় করলো কোন পদ্ধতিতে তা কিন্তু জানায়নি কেউই৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন