1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাবেক খুনির ‘অনুরোধ’ রাখলো জার্মানির আদালত

১ ডিসেম্বর ২০১৯

ইন্টারনেট থেকে সরিয়ে ফেলতে হবে জার্মানির এক আলোচিত খুনির নাম৷ মুক্তি পাওয়ার পর তার আবেদনের প্রেক্ষিতে এমনটাই রায় দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত৷

https://p.dw.com/p/3U1dO
ছবি: picture-alliance/dpa/U. Deck

১৯৮২ সালের ঘটনা৷ আপোলোনিয়া নামের একটি জাহাজের ক্রু ছিলেন তিনি৷ জাহাজটি ক্যারিবীয় উপকূলে পৌছালে তার সাথে অন্যদের বাকবিতণ্ডা হয়৷ এক পর্যায়ে তিনি গুলি করে দু'জনকে হত্যা করেন, আরেকজন গুরুতর আহত হয়৷ এই ঘটনা জার্মানিতে চাঞ্চল্যকর এক মামলায় পরিণত হয়৷ একের পর এক প্রতিবেদন প্রকাশিত হয় গণমাধ্যমে৷ ঘটনাটি অবলম্বনে বের হয় একটি বই, জার্মানির সরকারি সম্প্রচার মাধ্যম এআরডিতে ২০০৪ সালে প্রচারিত হয় একটি তথ্যচিত্র৷

সাজা শেষে ২০০২ সালে মুক্তি পেয়েছেন দু'জনকে খুন করা সেই ব্যক্তি৷ কিন্তু তার নামটি মামলা চলার সময় ছাপানো প্রতিবদনের আর্কাইভ সংস্করণে রয়ে গেছে৷

১৯৯৯ সালে জার্মানির বিখ্যাত ম্যাগাজিন ডেয়ার স্পিগেল তাদের পুরনো কিছু সংখ্যা ইন্টারনেটে প্রকাশ করে৷ যেখানে ১৯৮২ থেকে ১৯৮৩-র মধ্যে সেই খুনিকে নিয়ে করা তিনটি প্রতিবেদনও রয়েছে৷

২০০৯ সালে বিষয়টি জানতে পারেন তিনি৷ অনলাইনে তার নাম ধরে সার্চ করলে ঐ তিনটি প্রতিবেদনই আগে আসে৷ এ নিয়ে আদলতে ধরণা দেন তিনি৷ আবেদন জানান প্রতিবেদনগুলো যাতে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়৷ জার্মানির ফেডারেল কোর্ট অব জাস্টিস প্রথমে মামলাটি খারিজ করে দিয়েছিল৷ বলা হয়েছিল, আপোলোনিয়া হত্যাকাণ্ড সম্পর্কে জানার অধিকার জনগণের রয়েছে, আর এর সাথে তার নামটিও ওতপ্রোতভাবে জড়িত৷

কিন্তু পাল্টা যুক্তি তুলে ধরেন সেই ব্যক্তি৷ আদালতকে তিনি বলেন, প্রতিবেদনগুলোর ইন্টারনেট আর্কাইভের কারণে তার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হচ্ছে৷ শুধু তাই নয় এর ফলে তিনি নিজের ভাবমূর্তি গড়ে তুলতে পারছেন না৷

এমন অবস্থায় জার্মানির উচ্চ আদালত তার যুক্তির পক্ষেই রায় দিয়েছে৷ তাহলে কি মানুষ খুনির নাম জানতে পারবে না? আদালত বলছে, সার্চ ইঞ্জিন চলমান ও সাম্প্রতিক অপরাধের ঘটনার সংবাদ দেখাতে পারে৷ কিন্তু পুরনো সংবাদ প্রতিবেদনে খুনিদের নাম থাকা জনস্বার্থে গুরুত্বপূর্ণ নয়৷

রায় অনুযায়ী, জার্মান গণমাধ্যমগুলো অনলাইন আর্কাইভে পুরনো প্রতিবেদন পাঠকদের জন্য উন্মুক্ত রাখতে পারবে, তবে কেউ সেখান থেকে তার নাম সরাতে চাইলে সেটিও আমলে নিতে হবে৷

বেন নাইট/এফএস    

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান