1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সামরিক অভিযান শুরুর আগেই বেনগাজি দখলের চেষ্টা

১৯ মার্চ ২০১১

লিবিয়ায় সামরিক অভিযানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বিশ্বের নেতারা আর কিছুক্ষণ পর ফ্রান্সে বৈঠকে বসতে যাচ্ছেন৷ তবে সেখানে সিদ্ধান্ত হওয়ার আগেই বেনগাজি দখল করতে উঠে পড়ে লেগেছে গাদ্দাফি বাহিনী৷

https://p.dw.com/p/10cVv
ছবি: dapd

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন সহ আরব বিশ্বের নেতারা বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে৷

মধ্যরাত থেকেই বেনগাজিতে হামলা শুরু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে৷ সেখানে একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ছবি দেখা যাচ্ছে টেলিভিশন চ্যানেলগুলোতে৷ বিদ্রোহীরা বলছে এটা তাদের বিমান ছিল যেটা গাদ্দাফি বাহিনীর হামলার শিকার হয়েছে৷

তবে লিবিয়ার সরকার বলছে তারা জাতিসংঘের প্রস্তাবিত যুদ্ধবিরতি মেনে চলছেন৷

এদিকে ফ্রান্সের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলছেন লিবিয়ায় অভিযান চালানোর মতো সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে৷ এখন প্রয়োজন শুধু সিদ্ধান্তের৷

ন্যাটো সদস্যরাষ্ট্রের কূটনীতিকরাও আজ একটি বৈঠকে বসছেন৷ সেখানে লিবিয়ায় হামলা চালানোর পরিকল্পনা নিয়ে আলোচনা হবে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য