1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সামরিক মহড়ার ফলে পরিবেশ সংরক্ষণ!

১৫ আগস্ট ২০১৯

প্রচলিত ধারণা অনুযায়ী সামরিক মহড়া পরিবেশের ক্ষতি করে৷ জার্মানিতে সামরিক বাহিনীর জমি কিন্তু নানাভাবে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করছে৷ এমনকি বিরল উদ্ভিদ ও প্রাণীও সেখানে সুরক্ষা পাচ্ছে৷

https://p.dw.com/p/3Nvjr
Deutschland BdT | Baden-Württemberg Kanufahrer auf der Großen Lauter
ছবি: picture-alliance/dpa/T. Warnack

বিপদসঙ্কুল পরিবেশ

ট্যাংক চলাচল ও গোলাবারুদের মহড়ার কারণে সামরিক বাহিনীর প্রশিক্ষণ ক্ষেত্রে প্রকৃতি সম্পর্কে কথোপকথন চালানো জটিল কাজ বটে৷ পরিবেশবিদরা কাজ শুরু করার আগে এক সার্চ পার্টি গোটা এলাকা ঘুরে ঘাসের আড়ালে কোনো সম্ভাব্য বিস্ফোরকের ঝুঁকি দূর করে৷ জার্মান সামরিক বাহিনীর বিশেষজ্ঞরা সব সময়ে সঙ্গে থাকেন৷

তাঁরা এক ক্ষেপণাস্ত্র খুঁজে পেয়েছেন৷ সেটির অবস্থান চিহ্নিত করার পর বোমা নিষ্ক্রিয় করতে বিশেষজ্ঞরা সেখানে পৌঁছাবেন৷ বাউমহোল্ডার মিলিটারি ট্রেনিং এরিয়ার ক্যাপ্টেন ফ্রাংক সিমার বলেন, ‘‘সাবধানে অনুসন্ধান চালাতে হয়, কারণ আমরা ছোট ২০ মিলিমিটার গোলাগুলি থেকে শুরু করে বড় কামান ও বিস্ফোরক ব্যবহার করি৷ ছোট আকারের গোলাগুলির তুলনায় বোমার খোঁজ করা অনেক সহজ কাজ৷ ভুলবেন না, আমরা ৮০ বছর ধরে সৈন্যদের প্রশিক্ষণের এই জায়গাটি ব্যবহার করছি৷ তাই এখানে নানা ধরনের জিনিস পাবেন৷''

বিচ্ছিন্নতার পার্শ্ব প্রতিক্রিয়া

৮০ বছর ধরে সামরিক কার্যকলাপের ফলে বাউমহোল্ডার এলাকায় বৈচিত্র্যময় এক নিসর্গ সৃষ্টি হয়েছে৷ জংলি জড়িবুটি ভরা ঘাসজমির পাশাপাশি জঙ্গলও রয়েছে৷ জীববৈচিত্র্যের জন্য আদর্শ পরিবেশ সৃষ্টি হয়েছে৷ বাউমহোল্ডার মিলিটারি ট্রেনিং এরিয়ার এলমার ফিংক মনে করিয়ে দেন, ‘‘ঘাসজমি অত্যন্ত মূল্যবান, কারণ অন্য কোথাও সহজে এমনটা দেখা যায় না৷ কোনো আবাদী জমি নেই৷ তাই কোনো কীটনাশক, পুষ্টি বা সারও নেই৷ শুধু সামরিক মহড়ার জন্য জায়গাটি ব্যবহার করা হয়৷''

প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতে যে সরঞ্জামের প্রয়োজন, সেনাবাহিনীর কাছে সে সবই রয়েছে৷ যেমন এই সাঁজোয়া গাড়িটি কাজে লাগিয়ে খোলা জায়গা খালি রাখা হয়, যাতে সে সব জায়গা আগাছায় ভরে না যায়৷ এই যান চললে আগাছা ও ছোট গাছ নষ্ট হয়ে যায়৷

প্রকৃতির বিরল বিকাশ

জার্মানিতে সামরিক মহড়ার জন্য ১,৪০০ বর্গ কিলোমিটার জমি ধার্য করা হয়েছে৷ নাবু নামের পরিবেশবাদী গোষ্ঠীর উদ্যোগে এক গবেষণায় এক বিস্ময়কর ফলাফল পাওয়া গেছে৷ সামরিক বাহিনীর জমিতে হেভি মেটাল ও অবশিষ্ট কেরোসিন তেলের মতো দূষণকারী পদার্থ থাকা সত্ত্বেও পরিবেশগত দিক থেকে এই সব জমি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ প্রকৃতি ও জীববৈচিত্র্য সংগঠনের টিল হফ বলেন, ‘‘এই সব জায়গার পরিস্থিতি সত্যি অভিনব৷ মহড়ার ফলে জোড়াতালি দেওয়া এক পরিবেশ সৃষ্টি হয়েছে৷ কিছু সাময়িক পরিবর্তনের ফলে পরিবেশগত দৃষ্টিভঙ্গি থেকে বিঘ্ন ঘটেছে৷ যেখানে মাটি সরিয়ে ফেলা হয়েছে, সেখানে বিরল প্রজাতির উদ্ভিদ ও প্রাণী বেড়ে উঠতে পারে৷ এগুলিকে ‘পাইওনিয়ার সাইট' বলা হয়৷''

পরিবেশের ক্ষতি না করে মহড়ার চেষ্টা

সামরিক বাহিনীর ইকোলজিস্ট হিসেবে ভিলফ্রিড গ্রোটেন মনে করেন, সাঁজোয়া গাড়ি যে সব জায়গা ধ্বংস করে, সেখানে নতুন বিচ্ছিন্ন পরিবেশ সৃষ্টি হয়৷ ট্যাংকের গতিপথ ও বোমার গহ্বরে ছোট আকারের পুকুর সৃষ্টি হয়, যেখানে ব্যাং ও গোসাপের বংশবৃদ্ধি ঘটে৷ গ্রোটেন বলেন, ‘‘ট্যাংকের গতিপথে আমরা যে ক্ষয়ক্ষতি দেখতে পাই, তা প্রকৃতির সংরক্ষণের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ৷ একমাত্র সামরিক মহড়াস্থলেই এমনটা দেখা যায়৷ সেখানে কোনো নির্দিষ্ট জায়গায় পরিবেশ সংরক্ষণ ঘটছে না, জীবজগতের আবাস প্রতিনিয়ত বদলে চলেছে৷ সামরিক বাহিনী কিছু এলাকা নিয়মিত কাজে লাগায় না৷ সেখানে প্রকৃতি অরগ্যানিক প্রক্রিয়ায় বিকশিত হয়৷''

ভেড়া চরানোর সুফল

যে সব জায়গা কম ব্যবহার করা হয়, সেখানে ভেড়া চরানো হয়৷ সারা বছর ধরে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে কয়েক হাজার ভেড়া ঘুরে বেড়ায়৷ এলমার ফিংক বলেন, ‘‘ভেড়া আসলে খুবই উপযোগী প্রাণী, কারণ সেগুলি সব জায়গায় পৌঁছে যায়৷ ঝোপের নীচে, জঙ্গলের এমন অংশে, যেখানে আমরা যেতে পারি না৷ যন্ত্রও পারে না৷ ভেড়ার বিচরণের ফলে প্রকৃতির প্রয়োজন অনুযায়ী পরিস্থিতি সৃষ্টি হয়৷''

এই সব ভেড়া বেশ কয়েক বছর ধরে গ্রীষ্মকালে সামরিক এলাকায় চরে বেড়িয়েছে এবং সেখানকার পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছে৷ মেষপালক হিসেবে কার্লহাইনৎস কিংকেল বলেন, ‘‘সাধারণত যখনই গোলাগুলি চলে, এমনকি বিস্ফোরণও ঘটে, ভেড়াগুলি তার সঙ্গে মানিয়ে নেয়৷ ভয় পেলে গায়ে গা ঠেকিয়ে দাঁড়িয়ে পড়ে৷''

জার্মানিতে মূলত ব্যাপক কৃষিকাজের কারণে বিশাল এলাকা জুড়ে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়ে গেছে৷ সেই প্রেক্ষাপটে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের জংলি জমি ইকোলজির দৃষ্টিভঙ্গি থেকে অত্যন্ত মূল্যবান৷ বোমা ও গ্রেনেড সত্ত্বেও এই অনন্য পরিবেশ বিশেষ সুরক্ষা পায়৷

ইয়ুর্গেন শ্নাইডার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য