1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সামরিক শাসকদের ক্ষমতা দখল শাস্তিযোগ্য অপরাধ

২৯ জুলাই ২০১০

দ্য ডেইলি স্টার এবং ইত্তেফাকসহ কয়েকটি পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে সামরিক শাসকদের ক্ষমতা দখল শাস্তিযোগ্য অপরাধ বিষয়ক ৫ম সংশোধনী মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের খবরটি ৷

https://p.dw.com/p/OX2F
অনেক সময়ই সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছবি: AP

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সামরিক শাসনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহিতা এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করেছে৷ ভবিষ্যতে যাতে কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করতে না পারে সে জন্যে সংসদকে আইন প্রণয়নের পরামর্শ দিয়েছে আদালত৷ আরো বলা হয়েছে নাগরিকদের রাষ্ট্রীয় পরিচয় হবে বাংলাদেশি৷ এদিকে সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল সংক্রান্ত আপিল বিভাগের দেয়া রায় সম্পর্কে প্রথম আলোকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন বিশিষ্ট আইনজ্ঞ ড. কামাল হোসেন৷ তিনি বলেছেন, আপিল বিভাগ মূলত দুটি বিষয় ছাড়া হাইকোর্টের রায় হুবহু বহাল রেখেছেন৷ ঐ দুটি বিষয়ের একটি হচ্ছে, নাগরিকত্ব সম্পর্কিত সংবিধানের ৬ নম্বর অনুচ্ছেদ; যেখানে বলা হয়েছে, বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশি হিসেবে পরিচিত হবেন৷ আর অন্যটি হচ্ছে বিচারপতি নিয়োগ সংক্রান্ত সংবিধানের ৯৫ অনুচ্ছেদ৷ এতে বলা হয়েছে, বিষয়টি সম্পর্কে আদালতের যে রায় আছে তা অনুসরণ করতে হবে৷ তাই এই অনুচ্ছেদের কোন পরিবর্তন করতে হবে না৷

ব্রাক্ষ্মণবাড়িয়ায় ৯টি বসতঘর পুড়ে গেলো

বিডি নিউজ টুয়েন্টি ফোর বলছে, ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় আগুন লেগে নয়টি বসতঘর পুড়ে গেছে৷ জানা গেছে, বুধবার উপজেলার হরিপুর ইউনিয়নের নরহা গ্রামে এই দুর্ঘটনা ঘটে৷ অগ্নিকাণ্ডে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে উপজেলা চেয়ারম্যান জানিয়েছেন৷

মান্নান ভুঁইয়ার দাফন সম্পন্ন

সবগুলো পত্রিকাতেই মান্নান ভুঁইয়ার দাফনের খবরটি রয়েছে৷ নরসিংদীর শিবপুরে নিজ বাড়ির লিচু তলায় বুধবার সন্ধ্যায় মান্নান ভুঁইয়াকে দাফন করা হয়েছে৷ এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দলের সাবেক মহাসচিব মান্নান ভুঁইয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি হয়েছে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই