1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সামরিক শাসকদের বিচারের জন্য আইন হতে পারে

২৭ আগস্ট ২০১০

সামরিক শাসকদের বিচারের বিষয়টি সরকার বিবেচনা করলেও তা একটি বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন বিরোধী দলের নেতারা৷

https://p.dw.com/p/Oxxi
জাতীয় সংসদ ভবনছবি: picture-alliance/ dpa

সম্প্রতি সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল আদেশে দেশের সর্বোচ্চ আদালত সামরিক শাসকদের বিচারের কথা বলেছেন৷ বলেছেন, এই জন্য আইন প্রণয়নের কথা৷

আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বিচারের বিষয়ে কথা বললেও এই জন্য নতুন আইন করা হবে কি না, তা নিশ্চিত করেননি৷ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এই সদস্য বলেন, আইন প্রণয়নের বিষয়টি বিবেচনা করা হচ্ছে৷ সুরঞ্জিত একইসঙ্গে বলেন, আইন পাস হবে, না প্রচলিত আইনেই সামরিক শাসকদের বিচার হবে, তা নিয়ে আলোচনা চলছে৷

এই বিষয়ে সাবেক আইনমন্ত্রী এবং বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, এই বিচার করা হবে এই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ৷ বিএনপির এই সাংসদ মনে করেন, সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল হলেও তার আলোকে সংবিধান সংশোধন অনেক কঠিন হবে৷ ‘‘সরকার রাষ্ট্রধর্ম ইসলামের ব্যাপারে কী করে, তা হবে দেখার বিষয়'', বলেন তিনি৷

সামরিক শাসকদের বিচারের বিষয়টিকে বর্তমান সরকারের দায় হিসেবে দেখছেন মওদুদ৷ তিনি বলেন, সামরিক শাসক এইচ এম এরশাদ এখন মহাজোট সরকারের সঙ্গেই রয়েছেন৷ মওদুদ বলেন, ‘‘চাইলে বর্তমান সংসদ তার বিচারের জন্য আইন পাস করতে পারে৷''

এর জবাবে সুরঞ্জিত বলেন, ‘‘মওদুদ আহমেদ নিজেই সামরিক সরকারের সহযোগী৷ সামরিক শাসকদের সঙ্গে তাদের সহযোগীদেরও বিচার করা হবে৷'' সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত জানান, আইন প্রণয়ন বা বিচারের বিষয়টি সংসদীয় কমিটিতে এলেই তারা তা বিবেচনা করবেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: মনিরুল ইসলাম