1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সারা জীবনে মানুষের এতটা দুর্দশা দেখিনি’- বান কি মুন

১৬ আগস্ট ২০১০

পাকিস্তানের বন্যাদুর্গতদের সঙ্গিন পরিস্থিতি দেখে হৃদয় বিদীর্ণ হয়ে গেছে বান কি মুনের৷ কলেরার প্রকোপ বাড়ছে পাকিস্তানে৷ ত্রাণের অভাবে বাড়ছে দুর্গতদের অসন্তোষ৷

https://p.dw.com/p/OoMy
UN,Ban ki Moon,Pakistan,Flood,Punjab,Helicopter,Relief,Million,Chollera,Zardari,Clean Water,জাতিসংঘ মহাসচিব,পাকিস্তান,জারদারি,বান কি মুন,জাতিসংঘ,কষ্ট,বন্যা,অর্থ,সোয়াত,রবিবার,জল, পানি
দুর্গতদের সঙ্গে কথা বলছেন জাতিসংঘ মহাসচিবছবি: AP

পাকিস্তানে গিয়ে কী বললেন বান কি মুন

জাতিসংঘ মহাসচিব রোববার পাকিস্তান সফরে গিয়ে পুরো পরিস্থিতি পর্যালোচনা করেছেন৷ বন্যা কবলিত পাঞ্জাব প্রদেশের ওপর দিয়ে হেলিকপ্টারে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে বন্যার ভয়াবহতা স্বচক্ষে দেখেন বান কি মুন৷ শরণার্থী শিবিরে গিয়ে তিনি কথা বলেছেন বন্যাদুর্গতদের সঙ্গেও৷ পরে সাংবাদিক সম্মেলনে বান কি মুন জানান, সারা জীবনে এতটা ভয়াবহ এবং যন্ত্রণাদায়ক মানবিক সংকট তিনি ইতিপূর্বে দেখেন নি৷ তাঁর হৃদয় বিদীর্ণ হয়ে গেছে দুর্গত মানুষের অবর্ণনীয় কষ্ট দেখে৷ জাতিসংঘের কেন্দ্রীয় তহবিল থেকে আরও দশ মিলিয়ন ডলার জরুরি সহায়তার প্রতিশ্রুতি ঘোষণা করে গোটা বিশ্বের কাছে সাহায্যের জন্য আর্জি জানিয়েছেন বান কি মুন৷ বলেছেন, দুর্গতদের এখন আশু প্রয়োজন আশ্রয়, খাদ্য, ওষুধ এবং পরিচ্ছন্ন পানীয় জল৷

পানীয় জলের সংকটে রোগভোগ বাড়ছে পাকিস্তানে

কলেরা দেখা দিয়েছে শনিবার থেকেই৷ জাতিসংঘের তরফে আগাম সতর্কতা ছিল এ বিষয়ে৷ কলেরা প্রথম দেখা দেয় উত্তর পশ্চিমাঞ্চলের সোয়াত উপত্যকায়৷ সোয়াতের কলেরা কবলিত মিনগর এলাকায় রবিবার গিয়েছিলেন জাতিসংঘ মহাসচিব৷ জাতিসংঘের তরফে জনস্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র মাউরিজিও গিউলিয়ানো এক বিবৃতিতে জানিয়েছেন, প্রায় ৩৬ হাজার পাকিস্তানি বিশুদ্ধ জলের অভাবে ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছেন৷

Pakistan Flutkatastrophe Hilfe
বন্যাদুর্গতদের সাহায্য করতে গোটা বিশ্বের কাছে আর্জি জানিয়েছেন বান কি মুন৷ছবি: AP

ত্রাণ পরিষেবা কী যথাযথ

পাকিস্তান সরকার শনিবারেই জানিয়ে দেয় এই বিশাল মাপের প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার মত পরিকাঠামো তাদের নেই৷ সেটা বোঝা যাচ্ছে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ পরিষেবা পৌঁছানোর বিষয়ে গাফিলতি দেখে৷ বন্যায় দুই মিলিয়নেরও বেশি মানুষ দুর্গত হওয়ার পর এখনও অন্তত ষাট লক্ষ মানুষের কাছে পৌঁছয় নি কোন ধরণের ত্রাণ বা অন্যান্য পুরিষেবা৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রেজা গিলানি নিজেই জানিয়েছেন, দুই কোটি মানুষ গৃহহারা হয়েছেন এই বন্যায়৷ দুর্গতদের মধ্যে ত্রাণ এবং আশ্রয়ের অভাবে অসন্তোষ ক্রমশই বেড়ে চলেছে৷ জাতিসংঘের তরফে ত্রাণ সহায়তার যে চেষ্টা চলছে তা পরিস্থিতির ভয়াবহতার অনুপাতে এবং প্রয়োজনের তুলনায় মোটেই যথেষ্ট নয়৷ সে কারণেই জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক মহলের কাছে দ্রুত সাহায্যের জন্য আকুল আর্জি জানিয়েছেন রবিবার৷

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : রিয়াজুল ইসলাম