1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সার্কাসে হলোগ্রাম প্রযুক্তি

২৮ অক্টোবর ২০১৯

সার্কাস মানেই বাজিকরদের বিস্ময়কর শারীরিক কসরৎ বা ক্রীড়া নৈপুণ্য, সেই সঙ্গে প্রাণীদের অবাক করা সব কাণ্ডকীর্তি৷ চোখের সামনে জীবন্ত ঘটলেও যা অনেক সময় কল্পনাকেও হার মানায়৷ কিন্তু এবার ঘটবে উল্টোটা৷ সার্কাসের অবাস্তব ঘটনাই আপনার কাছে মনে হবে বাস্তব৷ আধুনিক প্রযুক্তির সাহায্যে ঘটছে এমন ঘটনা৷ সত্যিকারের প্রাণী আর বাজিকরদের বদলে সার্কাসে ব্যবহার হচ্ছে হলোগ্রাম৷ কিন্তু তাতে উত্তেজনার কিন্তু কমতি নেই৷

https://p.dw.com/p/3S3xk

এফএস/কেএম