‘সাহসী নারী অ্যাঞ্জেলিনা জোলি’ | পাঠক ভাবনা | DW | 15.05.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘সাহসী নারী অ্যাঞ্জেলিনা জোলি’

প্রতিটি মানুষেরই জীবনে অনেক কঠিন চ্যালেঞ্জ আসে৷ হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির জীবনেও তাঁর সৌন্দর্য, সাফল্যের মাঝে এসেছিল চ্যালেঞ্জ৷ তবে তিনি অদম্য মনোবলের পরিচয় দিয়ে তার মোকাবিলা করেছেন৷

তাঁর লেখা ‘মাই মেডিক্যাল চয়েস' সম্পর্কে কতজন মহিলা জানেন তা জানা নেই, তবে যাঁরা পড়বেন বা জানবেন এই লেখা সম্পর্কে তাঁরা নিশ্চই তাঁর দৃষ্টান্তে অনুপ্রাণিত হয়ে উত্সাহিত হবেন বৈকি! প্রাসঙ্গিক প্রতিবেদনটি পড়ার সুযোগে টাইমস পত্রিকায় ‘মাই মেডিক্যাল চয়েস' লেখাটিও পড়ার সুযোগ পেলাম৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি থেকে লিখেছেন৷

আমি প্রতিদিনই ওয়েবসাইট পড়ছি, পরিবারের সদস্যদেরও যতটা সম্ভব পড়তে আগ্রহী করে তোলার চেষ্টা করছি৷ ‘পাঠক ভাবনায়' জার্মানিতে অ্যালার্জির প্রবণতা বেড়ে যাওয়া তথ্যচিত্রে অ্যালার্জির নানা কারণ, অ্যালার্জি থেকে বাঁচার উপায়, অ্যালার্জি রোগীর সংখ্যা বৃদ্ধির সাথে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক নিয়ে জানলাম৷

রাইন নদীর বুকে বিশ্বের প্রথম এবং একমাত্র চকলেট মিউজিয়াম সম্পর্কে চকলেট ও অভিনব মিউজিয়াম নিয়ে নানা তথ্য পরিবারের সকলকে নিয়ে উপভোগ করলাম৷ এই অভিনব মিউজিয়ামটি যদি একবার স্বচক্ষে দেখার সৌভাগ্য হতো তাহলে কতই না ভালো হতো! আমার ও পরিবারের সকলের পক্ষ থেকে আপনাদের প্রণাম জানালাম৷ দীনেশ কুমার, গুলমোহর পার্ক, দিল্লি থেকে লিখেছেন এই ই-মেলটি৷

- ধন্যবাদ দু'জনকে৷ আপনাদের মতামত আমাদের উৎসাহ যোগায়৷ অন্যরাও মতামত জানাবেন কিন্তু!

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন