1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিঙ্গাপুরে শুরু হলো ১ম যুব অলিম্পিক

১৪ আগস্ট ২০১০

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট জ্যাক রগের স্বপ্ন ছিল যুব অলিম্পিক৷ আজ যুব অলিম্পিক উদ্বোধনের প্রাক্কালে জ্যাক রগে জানালেন, তাঁর স্বপ্ন পূরণ হচ্ছে৷

https://p.dw.com/p/OniF
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট জ্যাক রগের স্বপ্ন ছিল এই যুব অলিম্পিকছবি: AP

প্রথমবারের মতো শুরু হওয়া যুব অলিম্পিকের ঠিক আগে তিনি যেন বাবা হবার আগে যেমন অনুভুতি হয়, ঠিক তেমন অনুভব করছেন৷

আজ শনিবার থেকেই সিঙ্গাপুরে উদ্বোধন হচ্ছে যুব অলিম্পিক গেমসের৷ চলবে ২৬ আগস্ট পর্যন্ত৷ ১৪ থেকে ১৮ বছরের মধ্যে অবস্থানকারী তরুণ প্রতিযোগিরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে৷ ২৬টি ইভেন্টে ৩ হাজার ৬শ' অ্যাথলেট এই প্রতিযোগিতায় অংশ নিতে এখন সিঙ্গাপুরে৷ তবে এই অলিম্পিক ঠিক প্রচলিত অলিম্পিকগুলোর মত নয়৷ সাজানো হয়েছে একটু ভিন্ন করে৷ এই কয়েক দিনে খেলাধুলার সঙ্গে জুড়ে দেয়া হয়েছে সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠানও৷ কেন এই নতুন সংযোজন, এর উত্তরে আয়োজকরা জানান, নতুন এই সংযোজন বিভিন্ন দেশ থেকে আসা প্রতিযোগিদের অলিম্পিক মূল্যবোধ এবং অন্য দেশ সম্পর্কে জানতে সহায়তা করবে৷

২০০১ সাল৷ ঐ বছর থেকেই যুব অলিম্পিকের আন্দোলন শুরু করেন জ্যাক৷ আর সে বছরই প্রথম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি৷

বেলজিয়ামে জন্ম নেওয়া জ্যাক বলেছেন, ‘যুব অলিম্পিক গেমসের বাণী খুব পরিষ্কার, এটা কেবল প্রতিযোগিতা নয়, এটা শিক্ষা এবং ভাব আদান-প্রদানের জায়গাও৷ তাই আমরা চাই তরুণরা সিঙ্গাপুরে দারুণ সময় কাটাক এবং অলিম্পিক গেমসের অভিজ্ঞতা লাভ করুক, যা তাঁরা বহন করে নিয়ে যাক এবং পৃথিবীর বন্ধুদের সঙ্গে বিনিময় করুক৷ ২০৫ টি দেশের অংশগ্রহণকারীরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন৷ আর এই গেমসের প্রথম স্বাগতিক দেশ হিসাবে সিঙ্গাপুর নিজেকে সাজিয়েছে অপরূপে৷

এদিকে, বাংলাদেশের ১০ সদস্য এতে অংশ নিচ্ছেন৷ ইয়ুথ অলিম্পিকসের প্রথম আসরে বাংলাদেশ আরচ্যারী, সাঁতার ও শুটিং এই ইভেন্টগুলোতে অংশগ্রহণ করছে৷ বাংলাদেশ দলে রয়েছেন সাঁতারু জুয়েল আহমেদ, সোনিয়া আক্তার ও মাহফিজুর রহমান, আরচ্যার ইমদাদুল হক মিলন ও বিউটি রায়, শুটার সৈয়দা সাদিয়া সুলতানা৷ এছাড়া দলের সঙ্গে রয়েছেন শেফ দ্য মিশন উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ, জেনারেল টিম ম্যানেজার কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, টিম অফিসিয়াল আবু জায়গম নিয়াজ আহমেদ ও কোচ নিশিথ দাশ৷ উল্লেখ্য, গত বছর নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ অলিম্পিক কন্টিনেন্টাল কোয়ালিফাইং টেস্টে অংশ নিয়ে স্বর্ণপদক জয় করে সরাসরি এ আসরে অংশ নিতে পারছেন আরচ্যার ইমদাদুল হক মিলন৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: জাহিদুল হক