1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিজের উদ্বোধনী দিন চার উইকেটে ইংল্যান্ডের রান ৩৩১

৩০ জুলাই ২০১০

নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজ স্টেডিয়ামে চলছে ইংল্যান্ড এবং পাকিস্তানের সিরিজের উদ্বোধনী টেস্ট৷ টস জিতে প্রথমেই ব্যাট করতে নামে ইংল্যান্ড৷ দিন শেষে চার উইকেট হারিয়ে সংগ্রহ ৩৩১ রান৷

https://p.dw.com/p/OXnk
England, Alastair Cook, cricket, নটিংহ্যাম, ট্রেন্ট ব্রিজ, স্টেডিয়াম, ইংল্যান্ড, পাকিস্তান, সিরিজ, টেস্ট
ফাইল ছবিছবি: AP

বৃহস্পতিবার টেস্ট জীবনের প্রথম শতক তোলেন ইয়ন মর্গান৷ নিজের তৃতীয় টেস্টে এই শতক পেলেন সাবেক আইরিশ ক্রিকেটার মর্গান৷ অপরাজিত মর্গান ১৮২ বল খেলে করেন ১২৫ রান৷ হাঁকিয়েছেন একটি ছয় এবং ১৮টি চার৷ মর্গানের সাথে জুটিতে রয়েছেন পল কলিংউড৷ ১৬৮ বলে মেরেছেন ১১টি চার৷ দিন শেষে কলিংউডের সংগ্রহ ৮১৷ মর্গান-কলিংউড জুটি দলকে এনে দিয়েছেন ২১৩ রান৷

হেডিংলি টেস্টের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতেই লড়ছে পাকিস্তান৷ স্কোর বোর্ডে তখন ৪২ রান৷ ওপেনার ব্যাটসম্যান অ্যালাস্টার কুককে ইমরান ফারহাতের ক্যাচ বানিয়ে ফেরত পাঠান মোহাম্মদ আমের৷ কুকের ব্যক্তিগত রান মাত্র আট৷ এরপর দলীয় ৯৩ রানেই বিদায় নিতে হয় ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসকে৷ আমেরের সুইং করা বল স্ট্রাউসের ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেট কিপার কামরান আকমলের হাতে৷ ৭৫ বলে ছয়টি চার মেরে স্ট্রাউস করেন ৪৫ রান৷

আর ব্যক্তিগত সংগ্রহ যখন ৩৮, এসময় জোনাথান ট্রটকে সাজঘরে পাঠান আমের৷ ফলে ১৯ ওভারে ৩৯ রান দিয়ে বৃহস্পতিবার ৩টি উইকেট তুলে নেন আমের৷ ট্রেন্ট ব্রিজের প্রথম টেস্টের চতুর্থ উইকেটটি নেন মোহাম্মদ আসিফ৷ ৩৩ ওভারে দলীয় ১১৬ রানের সময় বিদায় নিতে হয় কেভিন পিটারসেনকে৷ তাঁর রান মাত্র ৯৷

যাহোক, ২০০৬ সালে ইংল্যান্ডের কাছে ৩-০ সিরিজে হারের প্রতিশোধ নিতেই লড়ে যাচ্ছে পাকিস্তান৷ আর ইসলামাবাদে বুধবারের ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে পাকিস্তানি ক্রিকেটাররা নিজেদের বাহুতে পরেছেন কালো ফিতা৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: ফাহমিদা সুলতানা