1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিজের প্রথম খেলায় ওয়েস্ট ইন্ডিজকে হারালো পাকিস্তান

২৪ এপ্রিল ২০১১

পাঁচ ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম খেলায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮ উইকেটে সহজ জয় পেয়েছে পাকিস্তান৷ খেলায় মিসবাহ-উল-হক, মোহাম্মদ হাফিজ এবং আসাদ শফিক সবারই অর্জন অর্ধশতক৷

https://p.dw.com/p/1139V
ফাইল ছবিছবি: AP

সেন্ট লুসিয়ায় শনিবার টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২২১ রান করে ওয়েস্ট ইন্ডিজ৷ জবাবে ৫১ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান৷

২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ ভালো করেন পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও আহমেদ শেহজাদ৷ ৪৫ বলে ৫৪ রান করেন হাফিজ৷ মিসবাহ করেন অপরাজিত ৭৩ রান৷ হাফিজ প্রথম থেকেই প্রধান্য বিস্তার করে খেলতে থাকেন৷

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা প্রায় সবাই শুরুটা ভালো করেন৷ তবে সেভাবে নিজেদের ইনিংস বড় করতে পারেননি৷ আর এই কারণে বড় স্কোরের সম্ভাবনা থাকলেও তাঁরা থেমে যান ২২১ রানে৷

ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ৷ সিরিজের দ্বিতীয় খেলা একই জায়গায় অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার৷

এদিকে শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন৷ চোটের কারণে নিজেকে টেস্ট খেলার অনুপযুক্ত মনে করে, মালিঙ্গা শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে চিঠি লেখেন৷ তবে তিনি বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ খেলছেন৷ ব্যাপারটি শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড ভালোভাবে নেয়নি৷ বোর্ডের পক্ষ থেকে চোট কাঠিয়ে ওঠার জন্য তাঁকে দেশে ফিরে প্রয়োজনীয় পুনর্বাসন ব্যবস্থা নিতে পরামর্শ দেয়া হয়েছে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই