1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে নিকাব নিষিদ্ধ

২০ জুলাই ২০১০

সিরিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষিকা এবং ছাত্রীদের চেহারা ঢেকে রাখার জন্য নিকাব পরা নিষিদ্ধ করা হয়েছে৷ সরকারি এবং বেসরকারি, সব বিশ্ববিদ্যালয়েই এই নির্দেশনা কার্যকর করা হবে৷

https://p.dw.com/p/OQ5C
নিকাব পরিহিত নারীছবি: AP

দামেশকে এক সরকারি কর্মকর্তা সোমবার বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, তাঁরা দেশের সকল বিশ্ববিদ্যালয়ে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়ে দিয়েছেন৷ সরকারি এবং বেসরকারি, সব বিশ্ববিদ্যালয়েই এই নির্দেশনা কার্যকর করা হবে৷

ঐ কর্মকর্তার মতে, সিরিয়ার ধর্মনিরপেক্ষ আত্মপরিচয় রক্ষা করতেই বিশ্ববিদ্যালয়ে নিকাব পরার ওপর এই নিষেধাজ্ঞা৷ নিকাব পরে এমন কোন নারীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি না করার নির্দেশও দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে৷

একই সঙ্গে ঐ কর্মকর্তা জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলোর যে সকল শিক্ষিকা নিকাব পরেন, গত মাসেই তাদেরকে স্কুলের চাকরি থেকে সরিয়ে দিয়ে, প্রশাসনিক কর্মস্থলে বদলি করা হয়েছে৷

গত রবিবার এই নির্দেশনা জারি করা হয়৷ তবে হিজাব পরা কিংবা মাথা ঢাকার স্কার্ফ দিয়ে চুল ঢেকে রাখা নিষিদ্ধ করা হয়নি৷

উল্লেখ্য, সিরিয়ার মোট জনসংখ্যার ৯১ শতাংশই ইসলাম ধর্মাবলম্বী৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক