1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার লাইভ ছবি

১ মার্চ ২০১৮

বিদ্রোহীদের ওপর লাগাতার আক্রমণ চালাচ্ছে সিরিয়া সরকার৷ যার বলি হচ্ছে অসংখ্য সাধারণ মানুষ ও শিশু৷ সিরিয়ার এক ১৫ বছরের বালকের ক্যামেরায় উঠে এসেছে সেই বিভৎসতার ছবি৷

https://p.dw.com/p/2tUnW
Syrien Angriffe auf Ost-Ghuta
ছবি: Reuters/B. Khabieh

গত দু'সপ্তাহে সিরিয়ার পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে৷ একদিকে কুর্দিদের পরাস্ত করতে তুরস্ক সৈন্য পাঠিয়েছে সিরিয়ার আফরিনে৷ অন্যদিকে সরকার বিরোধী বিদ্রোহীদের দমন করতে ঘউটা অঞ্চলে বোমারু হামলা চালাচ্ছে আসাদ সরকার৷ যার বলি হচ্ছেন হাজার হাজার নিরপরাধ মানুষ৷ যার অধিকাংশই শিশু এবং মহিলা৷ সিরিয়ার সেই ভয়াবহ ছবি লাগাতার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে ১৫ বছরের মুহম্মদ নাজেম৷ দামাস্কের অদূরে বিদ্রোহীদের অঞ্চলে থাকে নাজেম৷

আসাদ সরকারের বোমারু হানার ছবি সে ক্যামেরাবন্দি করছে এবং সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে৷ সঙ্গে বিশ্বের কাছে তার প্রার্থনা, সকলে এই ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধে একযোগে প্রতিরোধ গড়ে তুলুক৷

নাজেমের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ বিভিন্ন সংবাদসংস্থা তার ছবি শেয়ার করছে৷ দেখানো হচ্ছে তার তোলা ভিডিও৷ নাজেম একা নয়, তার বন্ধুরাও বিশ্ববাসীর কাছে প্রার্থনা করছে এই ভয়াবহ পরিস্থিতি থেকে তাদের মুক্ত করার জন্য৷ বোমাবিধ্বস্ত প্রতিটি মুখের একটাই প্রার্থনা, এভাবে আমাদের শৈশব-কৈশোরকে মৃত্যুর দিকে ঠেলে দেবেন না৷ আসাদ সরকারের বিরুদ্ধেও তাদের ক্ষোভ উগরে দেওয়া হয়েছে ভিডিওতে৷

এসজি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য