1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার আসাদের মুখে হাসি

১৭ ফেব্রুয়ারি ২০২০

রাশিয়া ও তুরস্কের মধ্যে উত্তেজনার সুযোগে সিরিয়ার আসাদ সরকার আলেপ্পো প্রদেশের বড় অংশের নিয়ন্ত্রণ কেড়ে নিয়েছে৷ মস্কো ও আংকারার আলোচনার আগে অ্যামেরিকা রাশিয়ার উপর চাপ বাড়াচ্ছে৷

https://p.dw.com/p/3XsXx
ইরানের স্পিকারের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদছবি: picture-alliance/AP Photo

সিরিয়ায় প্রভাব বিস্তার করার ক্ষেত্রে আন্তর্জাতিক শক্তিগুলির মধ্যে রেষারেষি যতই বাড়ছে, বাশার আল আসাদ সরকারের ক্ষমতাও ততই সম্প্রসারিত হচ্ছে৷ রবিবার আসাদ বাহিনী উত্তর পশ্চিমে আলেপ্পো প্রদেশের আরো এলাকার নিয়ন্ত্রণ বিদ্রোহীদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে৷ সেই এলাকায় তুরস্ক ও রাশিয়ার মধ্যে উত্তেজনার ফলে বিদ্রোহীদের অবস্থান দুর্বল হয়ে পড়েছিল৷ এতকাল এই দুই দেশের মধ্যে সহযোগিতার ফলে আসাদ বাহিনী কিছুটা কোণঠাসা হয়ে ছিল৷

ন্যাটোর সদস্য দেশ হওয়া সত্ত্বেও সিরিয়ায় নিজস্ব স্বার্থ রক্ষা করতে তুরস্ক যাবতীয় সমালোচনা উপেক্ষা করে ২০১৮ সালে রাশিয়ার সঙ্গে হাত মিলিয়েছিল৷ তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যিপ এর্দোয়ানের জন্য সেই সহযোগিতা শেষ পর্যন্ত সুখকর হয়নি৷ রাশিয়ার সঙ্গে স্বার্থের সংঘাতের কারণে মনোমালিন্য বাড়ছে৷ সংকট কাটাতে দুই দেশের মধ্যে সোমবার মস্কোয় আলোচনা হবার কথা৷

তুরস্ক বাশার আল আসাদকে অপসারণ করতে বদ্ধপরিকর৷ আসাদ কিন্তু গত প্রায় নয় বছর ধরে গৃহযুদ্ধ সত্ত্বেও ক্ষমতায় টিকে গেছেন৷ রাশিয়ার মদতে তাঁর প্রশাসন ও সামরিক বাহিনী শক্তি আরো বাড়িয়ে নিতে সক্ষম হয়েছে৷ গত দুই সপ্তাহে আসাদ বাহিনীর হামলায় ১৩ জন তুর্কি সৈন্য নিহত হয়েছে৷ মস্কোর উদ্দেশ্যে তুরস্ক আসাদের রাশ টানার ডাক দিয়েছে৷ চলতি মাসের মধ্যে সিরীয় বাহিনী সেই এলাকা থেকে প্রত্যাহার না করলে তুরস্ক পালটা হামলার হুমকি দিয়েছে৷

রাশিয়া তুরস্কের ডাকে এখনো সাড়া দেয়নি৷ রবিবার রুশ বিমানবাহিনী আলেপ্পো প্রদেশে বিরোধী নিয়ন্ত্রিত এলাকার উপর বোমাবর্ষণ করেছে৷ আসাদ বাহিনী সেই সুযোগে জায়গা দখল করেছে৷ ইরান-সমর্থিত মিলিশিয়া বাহিনীও সেই কাজে মদত করেছে৷ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সংগঠনের সূত্র অনুযায়ী আসাদ বাহিনী মাত্র এক দিনে আলেপ্পোয় যে সাফল্য পেয়েছে, গত আট বছরে তা সম্ভব হয়নি৷ অন্যদিকে তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা পিছু হঠতে বাধ্য হয়েছে৷

তুরস্ক ও রাশিয়ার মধ্যে উত্তেজনার সুযোগে অ্যামেরিকাও তুরস্কের সঙ্গে সম্পর্কের উন্নতির চেষ্টা করছে৷ রবিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শনিবার টেলিফোনে এর্দোয়ানের সঙ্গে কথা বলেছেন৷ সিরিয়ার ইদলিব প্রদেশে হিংসা সম্পর্কে তিনি দুশ্চিন্তা প্রকাশ করেছেন এবং মানবিক বিপর্যয় এড়াতে তুরস্কের ভূমিকার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন৷ ট্রাম্প আসাদের প্রতি রাশিয়ার সমর্থনের সমাপ্তি ও গোটা সংকটের রাজনৈতিক সমাধানসূত্রের আশা করেন৷ তিনি সরাসরি রাশিয়ার উদ্দেশ্যে সিরিয়ার সরকারের নৃশংসতার প্রতি সমর্থন বন্ধ করার ডাক দিয়েছেন৷

এসবি/এসিবি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য