1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সি-লায়নের আক্রমণে শিশুর প্রাণ হারানোর উপক্রম

২৫ মে ২০১৭

জেলেদের জেটিতে গিয়ে সি লায়নকে খাবার দিয়ে সুন্দর সময় কাটাচ্ছিল একটি পরিবার৷ হঠাৎ সি লায়নের আক্রমণ৷ তাতে ফুটফুটে এক শিশুকে চিরদিনের জন্য হারাতে বসেছিল ওই পরিবার৷

https://p.dw.com/p/2dYK9
Deutschland Seelöwin Holly
জার্মানির এক চিড়িয়াখানায় সি-লায়নছবি: picture-alliance/AP Photo/R. Weihrauch

অবশ্য সি-লায়ন শিশুটিকে জেটি থেকে পানিতে নামিয়ে ফেলতে পারলেও তাকে নিয়ে পালাতে পারেনি৷ তাৎক্ষণিকভাবে শিশুর পরিবারের কেউ একজন পানিতে লাফ দিয়ে শিশুটিকে উদ্ধার করে৷ এরপর উপস্থিত অন্যদের সহযোগিতায় তিনিও সহজেই পানি থেকে জেটিতে ওঠেন৷

এ রকম একটি ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে৷ ক্যানাডার ব্রিটিশ কলম্বিয়ার রিচমন্ডের একটি জেলে জেটিতে এই ঘটনা ঘটে৷ মাইকেল ফুজিয়ারা নামে এক ব্যক্তি এই ভিডিওটি ধারণ করেন৷ অবশ্য তিনিও সি-লায়নকে খাবার দেয়ার ভিডিওই ধারণ করছিলেন৷ ভিডিওটি নিজের ধারণ করা বলে দাবি করে ওইদিনই একটি টুইট করেন মাইকেল৷

সেখানে তিনি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ওই ভিডিও লিঙ্কও জুড়ে দেন৷ ২০ মে সন্ধ্যা সাড়ে সাতটায় করা টুইটটি এ পর্যন্ত এক হাজারের বেশিবার রি-টুইট হয়েছে৷ 

মাইকেল গত ২০ মে এটি নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেন৷ সেখানেই ভিডিওটি নিয়ে সবচেয়ে বেশি সাড়া পড়েছে৷

সি-লায়নের সঙ্গে বিনোদনের ভিডিও করার সময় মাইকেল কি ভেবেছিলেন তার এই ভিডিও পাঁচদিনে ২ কোটি ৪০ লাখ বার দেখা হবে?

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওইদিনই এই ভিডিও ধারণ করা হয়৷

ভ্যাঙ্কুভার সানকে উদ্বৃত করে এএফপি জানায়, ওখানকার অ্যাকুইরিয়ামের জ্যেষ্ঠ সামুদ্রিক প্রাণী প্রশিক্ষক ড্যানিয়েল হাইসন বলেছেন, ‘‘আমরা যতক্ষণ এই প্রাণীগুলোকে খাবার দেবো, ততক্ষণ এরকম অবস্থায় নিজেদেরকে আরও বেশি ঝুঁকিতে ফেলে দেবো৷’’

সি-লায়নকে খাবার দিতে গিয়ে বিপত্তি

ক্যানাডার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অনেকেই এভাবে ভাল্লুকসহ বিভিন্ন হিংস্র প্রাণীকে খেতে দেয় বলে জানান হাইসন৷

ভিডিওতে দেখা যায়, জেটিতে থাকা পরিবারটি সি-লায়নটিকে খাবার দেয়৷ এ সময় একজন বয়স্ক লোক জেটিতে বসে হাতও বাড়িয়ে দেয় প্রাণীটির দিকে৷ এ সময় শিশুটিও পানির দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দেয়৷ তখন তাকে লক্ষ্য করে পানি থেকে লাফ দিয়ে জেটির দিকে মাথা বাড়িয়ে দেয় সি-লায়নটি৷ এই প্রচেষ্ট ব্যর্থ হয়৷

একটু পরেই শিশুটি পানির দিকে পেছন ফিরে বসে৷ তখনই ওই মুহুর্তকে মোক্ষম সুযোগ হিসাবে কাজে লাগায় সি-লায়নটি৷ লাফ দিয়ে পোশাকে কামড় দিয়ে শিশুটিকে টেনে নেয় পানিতে৷ অবশ্য সঙ্গে সঙ্গেই উদ্ধার করা হয় তাকে৷ 

এসএন/এসিবি