1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুইডিশ ক্রোনায় এবার গ্রেটা গার্বো

৭ এপ্রিল ২০১১

হলিউডের পর্দা কাঁপানো সুন্দরী অভিনেত্রী গ্রেটা গার্বোকে মনে পড়ছে? সুইডিশ সরকার সিদ্ধান্ত নিয়েছেন তাঁর দেশের খ্যাতিমান কিছু ব্যক্তিত্বকে স্মরণ করা হবে দেশের জাতীয় মুদ্রা ক্রোনায় তাদের ছবি ছেপে৷

https://p.dw.com/p/10pEC
গ্রেটা গার্বোছবি: picture-alliance / dpa

প্রথমেই বলা দরকার, সুইডেনের মুদ্রা হল ক্রোনা, বহুবচনে ক্রোনর৷ সেই মুদ্রায় এবার যাদের প্রতিকৃতি দেখা যাবে তারা হলেন চলচ্চিত্র পরিচালক ইঙ্গমার ব্যার্গমান, অভিনেত্রী গ্রাটা গার্বো, লেখক এ্যাস্ট্রিড লিন্ডগ্রেন এবং বির্গিট নিলসন৷ জাতিসংঘের সাবেক মহাসচিব ড্যাগ হ্যামারস্কোল্ডও রয়েছেন এই তালিকায়৷ তবে ২০১৪-১৫ সালের আগে তাদের দেখা যাবে না৷

গ্রেটা গার্বোর ছবি ছাপা হবে একশো নোটের ক্রোনায়৷ নির্বাক ছবির যুগের নায়িকা গ্রোটা গার্বো আবারো সবার কাছে আসছেন৷ তবে এবারও তিনি নির্বাকই থাকবেন৷ হৃদয় থেকে এবার তিনি যাবেন সবার পকেটে, মানিব্যাগে আর পার্সে৷

এক নজরে এবারের গ্রীষ্মে হলিউড

Eine Biene
ছবি: AP

এ বছর হলিউড কাঁপাবে বেশ কিছু নতুন ছবি তা শোনা যাচ্ছে৷ আমরা জানি জনপ্রিয় অনেকগুলো ছবির পরবর্তী পর্বগুলোও বেশ জনপ্রিয় হয়েছে৷ এর মধ্যে রয়েছে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো অর্থাৎ পাইরেটস অফ দ্যা ক্যরিবিয়ানের চতুর্থ পর্ব৷ অবশ্যই দেখা যাবে জনপ্রিয় তারকা জনি ডেপ'কে৷ পর্বের নাম অন স্ট্রেঞ্জার টাইডস৷ এরপরই আসছে বিজ্ঞান কল্পকাহিনী ‘থর'৷ টাইম মেশিনের সাহায্য ভবিষ্যতে চলে যাওয়া, অতীতে ফিরে আসা৷ মে মাসে মুক্তি পাবে ছবিটি৷ আশা করা হচ্ছে ছবিটি সুপারহিট হবে৷

আসছে আরো বেশ কিছু ছবি৷ তার মধ্যে রয়েছে কমেডি হ্যাঙওভারের দ্বিতীয় পর্ব, এ্যানিমেশন কুং ফু পান্ডার দ্বিতীয় পর্ব৷ এই ছবিতে কন্ঠ দিয়েছেন এঞ্জেলিনা জোলি, ডাস্টিন হফম্যান, জ্যাকি চ্যান, লুলি লু এবং জ্যাক ব্ল্যাক৷

আরো আসছে অসম্ভব জনপ্রিয় সায়েন্স ফিকশান এক্স মেন-এর চতুর্থ পর্ব৷ নাম এক্স-মেন – ফার্স্ট ক্লাস৷ ২০১১ সালে আমরা পাবো আরেক এ্যানিমেশন কারস-টু, স্পিলবার্গের ট্রান্সফর্মাস থ্রি – ডার্ক অফ দ্য মুন৷ আরো রয়েছে হ্যারি পটার এ্যান্ড দ্য ডেডলি হলোস'এর পার্ট টু৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী